বাংলা হান্ট ডেস্ক: মাত্র দু মাস আগেই শ্রীলঙ্কায় ঘটে গিয়েছে ধারাবাহিক বিস্ফোরণ।সেই ক্ষত এখনো শাড়ি উঠতে পারেনি শ্রীলংকাবাসী।এখনো রীতিমত আতঙ্কে রয়েছে শ্রীলংকাবাসীরা।
এই ধারাবাহিক বিস্ফোরণের পর শ্রীলংকার খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তৈরি হয়েছে ইসলামভীতি। খ্রিস্টান এবং বৌদ্ধদের একাংশ মনে করেন ধারাবাহিক বিস্ফোরণ এর পেছনে রয়েছে মুসলিমরা।এর জেরে ঘরছাড়া হতে হয়েছে বহু মুসলিমকে।

এরকম পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিয়ে মসজিদ ভাঙলেন মুসলিম রায়। ওই মসজিদটিতে সন্ত্রাসবাদীরা আশ্রয় নিতেন বলে সন্দেহ করা হত। তাই শ্রীলংকার সংখ্যালঘু মুসলিমরা ভেঙে গুঁড়িয়ে দিলেন বিতর্কিত মাদাতুগামার মসজিদটি।
গত এপ্রিল মাসে শ্রীলংকার একাধিক গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছিল এনটিজে বা ন্যাশনাল তৌহিদ জামাত নামে একটি সন্ত্রাসবাদি সংগঠন। পুলিশের সন্দেহ ওই মসজিদটিতে নিয়মিত সভা বসত জঙ্গি সংগঠনের।
স্টার হামলার পর শ্রীলঙ্কায় থাকা সংখ্যালঘু মুসলিমদের অবস্থান নিয়ে সংশয় দেখা গিয়েছিল তাই সন্ত্রাসবাদ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই মসজিদটি গুঁড়িয়ে দেন মুসলিমরাই।





Made in India