বাংলা হান্ট ডেস্ক : বাংলা ইন্ডাস্ট্রিতে কান পাতলে এখন একটাই নাম শোনা যাচ্ছে, আর তা হল প্রধান (Pradhan)। বড় পর্দার প্রথম সারির অভিনেতা দেব (Dev) এবং ছোটপর্দার রানী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) ছবি বলে কথা, হইচই তো হবেই। ছবিতে পুলিশ আধিকারিক দীপক প্রধানের ভূমিকায় অভিনয় করছেন দেব এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মিঠাই রানি ওরফে সৌমিতৃষা। ইতিমধ্যেই ছবির শুটিং-ও শুরু হয়ে গিয়েছে।
মাঝে একবার জ্বরজালার খবর সামনে এলেও এখন গোটা উত্তরবঙ্গ দাপিয়ে চলছে শুটিং। আর তার মাঝেই মা কে নিয়ে বেড়ু বেড়ু করতে বেরিয়ে পড়লেন দেব। উত্তরবঙ্গের পাহাড়ি নদীর ঠান্ডা জলে পা ভেজাতে নেমে পড়লেন মা ও ছেলে। সেইসব মুহুর্তগুলিকে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট-ও করেছেন দেব।
একদিকে দেবের পরনে রয়েছে জিন্স এবং ক্যাজুয়াল শার্ট অন্যদিকে মা মৌসুমী অধিকারী পরে রয়েছেন শাড়ি। কোনও ছবিতে মাকে হাত দিয়ে ধরে পোজ দিয়েছেন দেব তো কোনও ছবিতে ছেলেকে ধরে রয়েছেন মৌসুমী অধিকারী। অপর একটি ছবিতে মা ছেলের কথপোকথন লেন্সবন্দি হয়েছে। যদিও জায়গাটা ঠিক কোথায় সেটা জানাননি দেব। তবে দর্শকদের অনুমান, খুব সম্ভবত এটি মুর্তি নদী।
আরও পড়ুন : বিয়ের ফটোগ্রাফার থেকে পর্দার হিরো, চোখে জল আনবে ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রাম কাহিনী

নিউ ম্যাল জংশন থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই নদী। সেখানে গিয়েই মা কে নিয়ে সময় কাটাচ্ছেন বাংলার লিডিং হিরো দেব। ব্যস্ততার মাঝে মা-কে সময় দেওয়ার জন্য প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে ভক্তরাও। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার মানুষজনও তার প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন : অবশেষে সূর্যর হাতে এল DNA টেস্টের রিপোর্ট, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকাদার এপিসোড

প্রসঙ্গত উল্লেখ্য, শুটিং শুরু হতেই জ্বরের কবলে পড়েছিলেন দেব। যদিও তাতে কাজ বন্ধ থাকেনি। সৌমিতৃষা এই বিষয়ে বলেন, ‘আমি যেদিন পৌঁছালাম, গিয়ে শুনলাম তার আগের দিন থেকেই জ্বর। তবে শ্যুটিং বন্ধ হয়নি। বরং জ্বর নিয়েও অনেক রাত পর্যন্ত শ্যুটিং করেছেন উনি। লাইট, ক্যামেরা, অ্যাকশন বললেই ১০০ ভোল্ট, এটা সত্যিই শেখার।’





Made in India