বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশাল বড় নজির গড়লেন প্রাক্তন ভারত ও বর্তমান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের নামের সাথে এমন একটি নজির যুক্ত করেছেন কোহলি যা অন্য কারোর নেই। ক্যাপ্টেন কুল টি-টোয়েন্টি ক্রিকেটে একটি চমকপ্রদ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন। এই মুহূর্তে তার চেয়ে অভিজ্ঞ উইকেটরক্ষক ক্রিকেটার কেউ নেই পৃথিবীতে। এই নজির সেই কথাটাই আরও বেশি করে প্রমাণ করে।
মাহি ভক্তরা জেনে খুশি হবেন যে টি টোয়েন্টি ফরম্যাটে ২০০ টি ক্যাচ নেওয়া প্রথম উইকেটরক্ষক হওয়ার কীর্তি গড়েছেন ধোনি। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল ম্যাচে দুটি ক্যাচ নিয়ে এই রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

মহেন্দ্র সিং ধোনি গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভম্যান পাওয়েল এবং নিজের প্রাক্তন সতীর্থ শার্দুল ঠাকুরের ক্যাচ নিয়ে এই রেকর্ডটি গড়েছিলেন। মহেন্দ্র সিং ধোনির মোট ৩৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে ২০০টি ক্যাচ নেওয়ার নজির গড়লেন। ১৫ বছরেরও বেশি তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে যুক্ত। খুব কম উইকেটকিপারের পক্ষেই এতদিন ধরে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলা সম্ভব।
সর্বোচ্চ ক্যাচ নেওয়া টি টোয়েন্টি কিপারদের তালিকা:
১. মহেন্দ্র সিং ধোনি – ২০০টি ক্যাচ
২. দীনেশ কার্তিক – ১৮২টি ক্যাচ
৩. কামরান আকমল – ১৭২টি ক্যাচ
৪. কুইন্টন ডি কক – ১৬৬টি ক্যাচ
৫. দিনেশ রামদিন – ১৫০টি ক্যাচ





Made in India