বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। যেখানে দেখা গিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মোট সম্পদের পরিসংখ্যানে একধাপ পিছিয়ে গিয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বর্তমান তালিকা অনুযায়ী তিনি এখন রয়েছেন ১২ নম্বর স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১১৩ বিলিয়ন ডলার।
শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় পিছিয়ে গেলেন আম্বানি (Mukesh Ambani):
এদিকে, মুকেশ আম্বানির (Mukesh Ambani) চেয়ে এগিয়ে রয়েছেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। তাঁর মোট সম্পদের পরিমাণ (১১৩ বিলিয়ন ডলার) মুকেশ আম্বানির থেকে সামান্য বেশি। এদিকে, হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে ফের ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। শ্রেষ্ঠ ধনীদের তালিকায় ভারতের গৌতম আদানি রয়েছেন ১৫ তম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১০৪ বিলিয়ন ডলার।
কার সম্পদের পরিমাণ কত বেড়েছে: চলতি বছর এনভিডিয়ার শেয়ার হু হু করে বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা তথা CEO জেনসেন হুয়াং। এই বছর তাঁর মোট সম্পদ ৬৯.৩ বিলিয়ন ডলার বেড়েছে। এর পাশাপাশি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও বেশ লাভবান হয়েছে।

চলতি বছরে, মার্ক জুকেরবার্গের মোট সম্পদ ৫৯.৫ বিলিয়ন ডলার বেড়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১৮৮ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে। তবে, সম্প্রতি জুকেরবার্গ ১.৩৮ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিকে, ২০২৪ সালে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি তথা মুকেশ আম্বানির (Mukesh Ambani) মোট সম্পদ ১৬.৩ বিলিয়ন ডলার বেড়েছে। পাশাপাশি, এই বছর গৌতম আদানির সম্পদ বৃদ্ধি পেয়েছে ১৯.৬ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার ৩ বছরের পুরনো নিয়ম বদল করল NHAI, টোল ট্যাক্সে আর মিলবে না ছাড়
বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা:
১. ইলন মাস্ক: মোট সম্পদের পরিমাণ ২৪৪ বিলিয়ন ডলার
২. বার্নার্ড আর্নল্ট: মোট সম্পদের পরিমাণ ২০১ বিলিয়ন ডলার
৩. জেফ বেজোস: মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার
৪. মার্ক জুকেরবার্গ: মোট সম্পদের পরিমাণ ১৮৮ বিলিয়ন ডলার
৫. বিল গেটস: মোট সম্পদের পরিমাণ ১৫৯ বিলিয়ন ডলার
আরও পড়ুন: 5G অতীত, ভারতে এবার শুরু হতে চলেছে 6G পরিষেবা! Airtel-Jio-Vi-কে “আল্টিমেটাম” সরকারের
৬. ল্যারি এলিসন: মোট সম্পদের পরিমাণ ১৫৪ বিলিয়ন ডলার
৭. ল্যারি পেজ: মোট সম্পদের পরিমাণ ১৪৯ বিলিয়ন ডলার
৮. স্টিভ বলমার: মোট সম্পদের পরিমাণ ১৪৫ বিলিয়ন
৯. ওয়ারেন বাফেট: মোট সম্পদের পরিমাণ ১৪৩ বিলিয়ন ডলার
১০. সের্গেই ব্রিন: মোট সম্পদের পরিমাণ ১৪১ বিলিয়ন ডলার





Made in India