বাংলাহান্ট ডেস্ক : ভারতে (India) সবথেকে আলোচিত পরিবারগুলির মধ্যে অন্যতম আম্বানি পরিবার। এই পরিবারের কর্তা মুকেশ আম্বানি (Mukesh Ambani) বর্তমানে ভারত তথা এশিয়া মহাদেশের দ্বিতীয় ধনী ব্যক্তি। তাই স্বাভাবিকভাবেই প্রত্যেক ভারতবাসীর মনে আম্বানি পরিবার সম্পর্কে কৌতুহল আছে। আম্বানি পরিবারের লাইফস্টাইল, খাওয়া-দাওয়া ইত্যাদি সম্পর্কে সবাই জানতে উৎসুক।
আম্বানি পরিবারের অন্যতম আলোচিত ব্যক্তি হলেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani)। তিনি রিলায়েন্স গোষ্ঠীর দেখাশোনা করার পাশাপাশি আলোচিত হন তার ফ্যাশনের জন্য। নীতা আম্বানির পোশাক ও জুয়েলারি বরাবর মন কেড়েছে নেটিজেনদের। নীতা আম্বানির দামি শাড়ি কিংবা বহু মূল্য মোবাইল বরাবর নজর কেড়েছে সবার।
কিছুদিন আগেই নীতা আম্বানি যে জল ব্যবহার করেন তার সম্পর্কে একটি খবর প্রকাশ্যে এসেছিল। এবার নীতা আম্বানির লিপস্টিক ফের একবার খবরের শিরোনামে। ভারতের সবথেকে ধনী পরিবারের বউ নীতা আম্বানি যে খুবই দামি জিনিস ব্যবহার করবেন সেটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে আম্বানি পরিবারের ব্যবহৃত জিনিস গুলির দাম শুনলে আমাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়।

আপনাদের জানিয়ে রাখি নীতা আম্বানি যে লিপস্টিক ব্যবহার করেন সেই লিপস্টিকের টাকায় আপনি কলকাতা শহরে একাধিক ফ্ল্যাট কিনতে পারেন। কিংবা ওই টাকায় আপনি তৈরি করতে পারেন মনের মত বাড়ি। জানা যায় নীতা আম্বানির লিপস্টিকের দাম ৭০ লাখ টাকার কাছাকাছি। ভাবা যায়!





Made in India