বাংলা হান্ট ডেস্ক: গতকালই ছিল তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। এর রেশ কাটতে না কাটতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন মুকুল রায়। ‘আগমী বিধানসভা নির্বাচনে মমতার দলই উঠে যাবে’ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে নাম না করে মুকুল রায়কে কটাক্ষ করে বলেন, ‘‘গদ্দাররা আপনাকে গদ্দারে পরিণত করবেন, মনে রাখবেন টাকা মাটি, মাটি টাকা’’। শুধু তাই নয় তৃণমূল সুপ্রিমো আরো বলেন ‘‘২ জনও যাচ্ছে না, বাড়ির সামনে প্যান্ডেল করে ২ হাজার লোক গিয়েছে বলে প্রচার করছে। কদিন গেল, আবার উল্টোরথ হয়ে গেল’’। এখানেই থেমে যাননি মমতা, তিনি বলেন ‘‘বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেবেন’’।
২১শে জুলাই এর সমাবেশ তৃণমূল সুপ্রিমোর এহেন মন্তব্যের পাল্টা হিসেবেই এদিন জবাব দিলেন মুকুল রায়। সোমবার মুকুল বলেন, ‘‘কয়েকবছর ধরেই বলেছেন বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে দেখবেন। নির্বাচনের পর হয়তো সম্বিৎ ফিরবে বলে মনে হয়েছিল, এখনও ফেরেনি। অপেক্ষা করুন আগামী একবছরের মধ্যেই বিধানসভা ভোটে এই দলটাই উঠে যাবে’’।





Made in India