বাংলা হান্ট ডেস্ক: আজ বিজেপি সাংসদ অর্জুন সিং আর মুকুল রায় আসেন নদীয়া জেলার চাপড়ার সুফিয়া গ্রামে। গত ৬ই অক্টোবর তৃণমূল গুন্ডাবাহিনী হাতে খুন হন বিজেপি কর্মী আহমেদ শেখ। আজ তার পরিবারকে সমবেদনা ও পাশে থাকার বার্তা দিয়ে মুকুল বলেন, ‘তৃণমূলের বিসর্জনের বাজনা বেজে গেছে আগামী বিধানসভা ভোটে ৩০টির বেশী আসন তারা পাবে না।’
এদিনের সভায় মুকুল রায় অভিযোগ জানিয়ে বলেন, ‘তৃণমূলের লোকেরা আমাদের অর্থাৎ বিজেপির কর্মী-সমর্থকদের ধরে ধরে খুন করছে’। এ প্রসঙ্গে বিজেপি মন্ত্রী নদীয়ার পুলিশ সুপারকে এক হাত নিয়ে বলেন, ‘আমি নদীয়ার পুলিশ সুপারকে একটা কথা বলতে চাই, তুমি নদীয়া জেলার দায়িত্ব নেওয়ার পর কি এমন হলো যেখানে পরপর দুজন মানুষ খুন হয়ে গেল, তোমাকে কি লোকে ভালো পুলিশ অফিসার বলবে?’
বক্তব্য শেষে দিন মুকুল বলেন, ‘আমি সমস্ত ঘটনায় নিজের নজরে রাখছি, সবকিছু যেমন রাজ্যপাল কেও জানাচ্ছি তেমনভাবেই কেন্দ্রীয় মহাসচিব কেও জানাচ্ছি, যদিও নির্বাচন কমিশনের এখনো কোনো হস্তক্ষেপের কারণ নেই যেদিন তাদের হস্তক্ষেপের সময় হবে, সেদিন থেকে আর এগুলো কিছু হবেনা’।
এদিন নদীয়া বাসীদের এনআরসি নিয়ে আশ্বাস দেন মুকুল রায়, তিনি বলেন, ‘একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির নামে বলা হচ্ছে যে আমরা নাকি ক্ষমতায় এলে সবাইকে বার করে দেবো!। আমি মুকুল রায় অত্যন্ত দায়িত্বের সাথে আশ্বাস দিয়ে যাচ্ছি, একটা মানুষও এখান থেকে সরবে না এটা আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।’





Made in India