বাংলা হান্ট ডেস্ক:মুম্বই সংলগ্ন চেম্বুরে ২.২ একর জমির উপর রাজ কাপুরের আর কে স্টুডিও। ১৯৪৮ সালে চেম্বুরে এই স্টুডিও বানিয়েছিলেন বলিউডের ‘শো ম্যান’ তাঁর বড় প্রিয়ও ছিল। গত মে মাসেই শোনা যায়, গোদরেজ প্রপার্টিজকে স্টুডিও বিক্রি করেছে কাপুর পরিবার।
যেই স্টুডিওতে হোলি,গণেশ চতুর্থীতে তারকাদের মেলা বসতো এবং সেখান থেকে ‘রোল-ক্যামেরা-অ্যাকশন’ আওয়াজ শোনা যেত, সেখানে তৈরি হবে আধুনিক বিলাসবহুল ফ্ল্যাট। সেখানে ‘আগ’, ‘বরসাত’, ‘শ্রী ৪২০’, ‘রাম তেরি গঙ্গা মইলি’, ‘সত্যম শিবম’, ‘মেরা নাম জোকার’-এর মতো কিংবদন্তী ছবি তৈরি হয়েছে আরকে স্টুডিওতে। ১৯৯৯ সালে ঋষি কাপুরের ছবি ‘আ অব লট চলে’ শেষ শ্যুটিং হয়েছে।
৮ ই আগস্ট থেকে শুরু হয়েছে ৭১ বছরের পুরনো রাজ কাপুরের স্মৃতি বিজরিত স্টুডিওটি গুঁড়িয়ে দেওয়ার কাজ। ২০১৭ তে আচমকাই সেখানে আগুন লেগে যায় এবং সেই স্টুডিও রক্ষণাবেক্ষণও হচ্ছিল না। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন ‘কাপুর পরিবার’। গোদরেজ প্রপার্টিজের তরফে জানানো হয়, ০.৩৫ মিলিয়ান স্কোয়ার ফিটের এই জায়গায় তৈরি হবে আধুনিক বিলাসবহুল ফ্ল্যাট। শপিং কমপ্লেক্স তৈরির ভাবনা রয়েছে।





Made in India