বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (west bengal) ক্ষমতায় আবারও ফিরছে তৃণমূল (tmc)। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দুই সেঞ্চুরি করে প্রায় দুই তৃতীয়াংশ ভোটের নিরিখে আবারও বাংলার মসনদে ফিরছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কিন্তু জয়লাভের পরই আবারও বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিকে দিকে বোমাবাজি, বিজেপি কর্মীদের উপর শুরু হয়েছে অত্যাচার- এমনটাই জানা গিয়েছে।
অভিযোগ উঠেছে, কাঁকুড়গাছিতে (kaurgachhi) এক বিজেপি (BJP) কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ফল প্রকাশের পরই অভিজিত সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, পুলিশের চোখের সামনেই তাঁকে পিটিয়ে মারা হয়।

জানা গিয়েছে, বিজেপির ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিত সরকার। এলাকার তৃণমূল প্রার্থী পরেশ পাল জয়লাভ করার পরই এই হামলা চালানো হয় বলে অভিযোগ। সূত্রের খবর, এমনকি ঘটনার সময় ফেসবুক লাইভ করে অভিজিত বলেছিলেন, নারকেলডাঙা পুলিশের সামনেই সমস্ত ঘর বাড়ি ভেঙে দিচ্ছে স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা। তাঁর পোষ্য কুকুরটাকেও মারা হয়।
পরবর্তীতে অভিজিত সরকারের বাড়িতে লাগানো সিসিটিভির তার খুলে নিয়েই তাঁর মায়ের সামনে গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার অভিযোগ থানায় জানিয়ে এবার কমিশনের দারস্থ হওয়ার কথাও বলেছেন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অভিজিতের দাদা বিশ্বজিত সরকার।
এই ঘটনার পরবর্তীতে পুলিশ আহত অভিজিতকে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাদের সামনেই অভিজিতকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা।





Made in India