বাংলা হান্ট ডেস্ক: ২৩ মে লোকসভার ভোটের ফল প্রকাশের সময় উত্তরপ্রদেশের পারসাপুর এলাকার মহরাউর গ্রামের মুসলিম পরিবারের এক গৃহবধু নরেন্দ্র মোদীর জয় লাভে পুত্র সন্তানের নাম দিয়েছিলেন ‘নরেন্দ্র দামোদরদাস মোদী’।

সম্প্রতি মৈনাজ বেগম মত পরিবর্তন করেন সন্তানের জন্মের পরই। জানা গেছে, তাঁর সন্তান ২৩ মে নয় ১২ মে জন্মায়। তাছাড়া সন্তানের হিন্দু নামাঙ্কিত করায়, সমাজে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছিল ওই পরিবার। একটি সংবাদ মাধ্যমের সন্তানের মা জানান, তাঁর ছেলের নাম নরেন্দ্র দামোদরদাস মোদী থেকে মহম্মদ আলতাফ আলম করেছেন তিনি।





Made in India