বাংলা হান্ট ডেস্কঃ এসএসসির ২৬,০০০ মামলায় (SSC Recruitment Scam) সুপ্রিম রায় এসেছে দু’মাস পার। কিন্তু তা সত্ত্বেও চাকরিহারাদের আন্দোলন থামেনি। এবার যেমন ফের একবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে তাঁদের একাংশ। গত ২১ এপ্রিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফ থেকে নবান্ন (Nabanna) অভিযানের ডাক দেওয়া হয়েছিল। যদিও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকের পর সেই কর্মসূচি আর হয়নি। এবার সেই একই সংগঠন আরও একবার নবান্ন অভিযানের ডাক দিল।
মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব সহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের দেওয়া হয়েছে চিঠি (Nabanna Abhijan)
দুর্নীতির কারণে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করায় ‘অযোগ্য’দের পাশাপাশি ‘যোগ্য’রাও চাকরি হারিয়েছেন। কলমের আঁচড়ে চাকরিহারা হয়ে পড়েন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর থেকেই চাকরিহারাদের প্রতিবাদ, আন্দোলন চলছে। এবার যেমন নবান্ন অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ।
সংশ্লিষ্ট সংগঠনের আহ্বায়ক দেবাশিস বিশ্বাস এই বিষয়ে বলেন, ‘আলাপ আলোচনার মাধ্যমে সরকার সমস্যার সমাধান করতে চায় না। সেই জন্য আমাদের বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকানো হয়েছে। তাই আমরা বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটব’। দেবাশিস জানান, অপ্রীতিকর কোনও পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেটার জন্যে প্রশাসনই দায়ী থাকবে।
আরও পড়ুনঃ শুক্রেও ঝেঁপে ঝড়-বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে! কখন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
ওই একই সংগঠনের আরেক আহ্বায়ক আশিস খামরই আবার বলেন, ‘ধর্মতলায় ধর্না মঞ্চে দিনসংখ্যা বেড়েই চলেছে। হাজার দিনের অধিক সময় ধরে আন্দোলন চলছে অথচ আমাদের সমস্যার বিষয়ে কর্ণপাতও করছে না সরকার। যা ভীষণ দুঃখজনক। মুখ্যমন্ত্রী অবিলম্বে আমাদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সমাধান করুক। এই দাবিতেই নবান্ন অভিযান হবে’।
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হলেও কবে সেই কর্মসূচি হবে সেটা এখনও জানানো হয়নি। তবে প্রশাসনকে ঝাঁঝালো চিঠি দেওয়া হয়েছে বলে খবর। লেখা হয়েছে, ‘ন্যাড়া বেলতলায় কতবার যায়? একবার। তবে আমরা দু’বার গিয়েছি। কিন্তু আর নয়। স্বয়ং ভগবান হলেও এই অবস্থায় সাড়া দিতেন কিন্তু সরকার সাড়া দিচ্ছে না’।
প্রশাসনকে দেওয়া চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, পুলিশের গুলি খেতেও তাঁরা তৈরি। এমনই প্রাণ বিসর্জন দিতেও রাজি বলে জানিয়েছে ঐক্য মঞ্চ। লেখা হয়েছে, ‘আগামী কর্মসূচিতে পুলিশের গুলি খেতেও তৈরি ও দুর্নীতি পরায়ণ সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি প্রাণ বিসর্জন দিতে হয়, তাতেও রাজি’।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল ২৬,০০০ চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত দু’মাসে চাকরিহারারা একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন। কয়েকদিন আগেই শিয়ালদহ থেকে নবান্ন অবধি ‘অর্ধনগ্ন মিছিলে’র ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচির জন্য নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় শিয়ালদহ চত্বর। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। এবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। তবে দিনক্ষণ এখনই স্পষ্ট করতে চাননি তারা।