বাংলাহান্ট ডেস্কঃ গতবছরের করোনা (covid-19) স্মৃতি উসকে উঠতেই কড়া নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। রাস্তাঘাটে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক ব্যবহার, মানতে হবে দূরত্ব বিধিও। নচেৎ কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের উপর। শনিবার এমনই এক নির্দেশিকা জারি করল নবান্ন।
২০২০ সালে চীন ছাড়িয়ে করোনা ভাইরাসের প্রথম প্রবেশ ঘটেছিল ভারতে। তারপর থেকে ধীরে ধীরে নিজের জালে জড়িয়ে নিয়েছিল গোটা ভারতকেই। চারিদিকে হাহাকার পড়ে গেছিল। স্বজন হারা কান্নার রোল উঠেছিল গোটা দেশ এমনকি পৃথিবী জুড়েই। করোনা থেকে বাঁচতে জারি করা হয়েছিল বেশ কিছু নির্দেশিকা। নবান্নের নির্দেশিকায় গতবছর ২৩ শে জুন থেকে বাধ্যতামূলক করা হয়েছিল মাস্ক ব্যবহার।

সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা হলেও সুস্থতার দিকে এগোচ্ছিল ভারত। প্রায় সেরেও উঠেছিল সিংহভাগ দেশ। কিন্তু সুস্থতার দিকে এগোতেই আবারও সমস্ত বিধি নিষেধ ভুলতে বসেছিল মানুষজন। সামাজিক দূরত্ব, জমায়েত, এমনকি মাস্ক ব্যবহারও বন্ধ করে দিয়েছিলেন অনেকেই। যার ফলে আবারও করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহভাবে আছড়ে পড়ল গোটা দেশ জুড়ে। জারি হল আবারও গতবছরের কড়া নির্দেশিকা।
এই সংকটের দিনেও অনেকের মধ্যে বিন্দুমাত্র সতর্কতা নেই। এখনও অনেকে মাস্কহীন ভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, প্রকাশ্যেই শুরু করে দিচ্ছেন জমায়েত। এবার সাধারণ মানুষের ঢিলেঢালা মনোভাবে রাশ টানতে উদ্যোগ নিল নবান্ন। জারি করা হল গতবছরের করোনা নির্দেশিকা।

শনিবার নবান্নের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, রাস্তায় বেরোলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। সর্বোপরি মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। পুলিশের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই নির্দেশ পালনের দিকে নজর দেওয়ার জন্য। এই নির্দেশিকা না মানলে আইনুনাগুন ব্যবস্থা নেওয়ার বিষয়েও বলা হয়েছে।





Made in India