ব্রেকআপের পর নেহা কাক্কার আবার একটি সম্পর্কে জড়ালেন!

Published On:

বাংলা হান্ট ডেস্ক:প্রেমের প্রথম দিকে নেহা কাক্কার ও হিমাংশু কোহলির ইনস্টাগ্রামে দেখা যেত তাঁদের ঘুরতে যাওয়া ছবি। কিন্তু কিছু দিন আগেই দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

তাঁর সঙ্গে ব্রেকআপের জন্য নেহা কাক্কারের কান্নাকাটির ভিডিও কিছু দিন আগে ভাইরাল হয়। গায়িকা এবং ইন্ডিয়ান আইডলের বিচারক নেহা কাক্কর সম্প্রতি নেহা ইনস্টাগ্রামে বড় একটি পোস্ট দিয়ে, লিখেছেন, ‘জীবনের শেষ!’ গায়িকার এমন বার্তাকে বিপজ্জনক বলছে সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি গুজব রটে যে নেহা আবার সম্পর্কে জড়িয়েছেন বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

নেহা এর জবাব দিয়েছেন,’হৃদয়হীন হওয়া বন্ধ করুন। যখন এসব লিখছি, এতটুকু ভালো নেই। না মানসিকভাবে, না শারীরিকভাবে। তবুও কথা বলতে হচ্ছে। জীবনের তো শেষ দেখছি!’ গায়িকা সবাইকে আহ্বান জানিয়েছেন ‘মিথ্যা সংবাদ’ থেকে দূরে ভালো।