বাংলাহান্ট ডেস্ক : সংগীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। উল্টোডাঙার স্যার গুরুদাস মহাবিদ্যালয় আয়োজিত নজরুল মঞ্চে কেকে-র অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানের পরেই কেকে-র মৃত্যু হয়। তারপর থেকেই সেই অনুষ্ঠান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যে উদ্যোক্তাদের বিরুদ্ধে অতিরিক্ত দর্শক ঢোকানোর অভিযোগ উঠেছে। তার মধ্যেই প্রশ্ন উঠছে স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের কলেজ ইউনিয়ন নিয়ে। এই পরিস্থিতিতে প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী কলকাতায় লাইভ পারফরম্যান্সের আয়োজন করার ক্ষেত্রে শহরের পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন।
ফেসবুকে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। কলকাতা কেকে-কে হত্যা করেছে এবং সরকার নজরুল মঞ্চের ত্রুটি রাষ্ট্রীয় বিদায় দিয়ে ঢেকে দিচ্ছে।” তার আরও সংযোজন, আড়াই হাজার ধারণ ক্ষমতায় সাত হাজার ভিড়, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি। গায়ক প্রচন্ডভাবে ঘামছেন, ৪ বার জানিয়েও করেও কোন লাভ হয়নি। কোনও প্যারামেডিক নেই। কোন প্রাথমিক চিকিৎসা নেই। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি হারিয়ে গিয়েছে।”
এর পাশাপাশি তিনি এটির জন্য সিবিআই তদন্তের দরকার বলেও জানান এবং একইসঙ্গে বলিউডের বাংলায় অনুষ্ঠান করা বয়কট করা উচিত বলেও উল্লেখ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার কেকে-র মরদেহ আনা হয় কলকাতার রবীন্দ্র সদনে। তাঁকে গান স্যালুটও জানান হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছিলেন। এরপর বুধবার রাতের উড়ানেই কলকাতা থেকে গায়কের নিথর দেহ নিয়ে যাওয়া হয় মুম্বইতে।
 
			 





 Made in India
 Made in India