বাংলাহান্ট ডেস্ক: ফের বিপদের ঘন্টা বাজছে পরিচালক করন জোহরের (karan johar) শিয়রে। মাদক মামলায় এবার নাম জড়ালো করনের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের (dharma production) নাম। জেরায় এক মাদক (drug) পাচারকারী ধর্মার ডিরেক্টর ক্ষিতীশ প্রসাদের নাম নিয়েছে বলে খবর NCB সূত্রে।
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন ক্ষিতীশ প্রসাদ। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবারই তাঁকে মুম্বইয়ে NCBর দফতরে হাজিরা দিতে হবে বলে সমন পাঠানো হয়েছে। ওই একই দিনে হাজিরা দিতে হবে মাদক মামলার আরেক অভিযুক্ত দীপিকা পাডুকোনকে। দুজনকে একই সঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।

বড়পর্দার হাই প্রোফাইল তারকা দীপিকা পাডুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং ছাড়াও NCBর রাডারে রয়েছেন টেলিদুনিয়ার বেশ কয়েকজন তারকা। ইতিমধ্যে ৭ জনকে সমন পাঠিয়েছে NCB।
আজই গোয়া থেকে চার্টার্ড বিমানে মুম্বই পৌঁছাচ্ছেন দীপিকা পাডুকোন। আগামীকাল NCBর দফতরে হাজিরা দেবেন তিনি। মাদক মামলায় সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদে কয়েকজন বলিউড তারকার নাম উঠে আসে। তাদের মধ্যে রয়েছে শ্রদ্ধা কাপুর ও দীপিকা পাডুকোনের নাম। একটি হোয়াটসঅ্যাপ চ্যাট এসেছে NCBর হাতে যেখানে D ও K এর মধ্যে মাদক সংক্রান্ত কথাবার্তা হতে দেখা গিয়েছে।
জানা গিয়েছে, D হলেন দীপিকা পাডুকোন ও K হলেন তাঁর ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশ। করিশ্মাকে দীপিকা জিজ্ঞাসা করেন, “মাল হ্যায় কেয়া?” এখানে মাল বলতে মাদক বোঝানো হয়েছে। করিশ্মাকে ইতিমধ্যেই সমন পাঠিয়েছে NCB।





Made in India