OBC নিয়ে ফের চাপে রাজ্য! মুখ্যসচিবকে তিন দিনের সময়সীমা বেঁধে তথ্য তলব জাতীয় অনগ্রসর কমিশনের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওবিসি (OBC) ইস্যুতে তুঙ্গে তরজা। আইনি জট কাটাতে গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে আদালতের নির্দেশে তৈরি হওয়া নতুন অনগ্রসর সম্প্রদায়ের তালিকা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই এই তালিকা নিয়ে বিরোধীতা করে সরব হয়েছিল বিরোধীরা। এবার সেই তালিকা নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন জাতীয় অনগ্রসর সম্প্রদায় কমিশনের (এনসিবিসি) চেয়ারম্যান তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম অহির। সাথে দেওয়া হয়েছে সময়সীমা।

OBC ইস্যুতে রাজ্যকে চিঠি জাতীয় অনগ্রসর কমিশনের

নতুন সংরক্ষিত তালিকা তৈরির বিষয়ে বিস্তারিত জানানোর জন্য মুখ্যসচিবকে আগামী তিন দিনের সময়ের উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। পশ্চিমবঙ্গ অনগ্রসর সম্প্রদায় কমিশনের সুপারিশ-সহ সমীক্ষার রিপোর্ট এবং যাবতীয় তথ্য ও সমস্ত সহায়ক নথি চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে।

প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয় সম্প্রতি। ওবিসি সংরক্ষণ তালিকায় ৬৬টা জাতি অন্তর্ভুক্ত ছিল। এবারে তা কমিয়ে ৬৪ করা হয়েছে। নতুন করে তালিকায় আরও ৭৬টি নয়া জাতি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে জাতির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪০। ১৪০টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গত ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: অবশেষে ঢুকছে বর্ষা! দক্ষিণবঙ্গে তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, এক ধাক্কায় ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা

সেই সময় হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে। তবে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত।

ভিডিও দেখুন: https://youtu.be/jhE16GQrYB4?si=SvrzNAPyg5INdVbT

হাই কোর্টের নির্দেশের পর জেলাশাসকদের নেতৃত্বে রাজ্যের সব ক’টি জেলায় সমীক্ষার পর সল্টলেকে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশনের দফতরে তার রিপোর্ট আলোচনা চলে। এরপর মন্ত্রিসভার বৈঠকে নতুন সংশোধিত তালিকা নিয়ে গ্রিন সিগন্যাল দেন খোদ মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।