বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু। প্রতিটি সিরিয়ালেই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তৃণা সাহা (Trina Saha)। অভিনয় দিয়ে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন। তৃণার স্বামীও কম যান না। অভিনেতা নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ছোটপর্দার ‘চকোলেট বয়’। ১২ বছরের প্রেম পর্ব সেরে গত বছর সাত জন্মের জন্য বাঁধা পড়েছেন নীল তৃণা। অনুরাগীদের কাছে তাঁরা ‘তৃনীল’ জুটি।
স্বামী স্ত্রী দুজনেই সিরিয়ালের জনপ্রিয় নায়ক নায়িকা। কিন্তু প্রতিদ্বন্দ্বী চ্যানেলের। একপা সিরিয়াল শেষের মুখে আরেকটি সিরিয়ালে কাজ শুরু করেছিলেন নীল। নায়ক হিসাবে তাঁর চাহিদা তুঙ্গে। অন্যদিকে ছোটপর্দা সামলে তৃণা ব্যস্ত বড়পর্দা আর ওয়েব সিরিজের কাজে।

দুই প্রথম সারির পরিচালকের ছবিতে অভিনয় করতে চলেছেন তৃণা। দ্রুত সাফল্যের সিঁড়ি চড়ছেন পর্দার ‘গুনগুন’। তুলনায় নীল একটু পিছিয়েই পড়েছেন বলা যায়। কিন্তু কোনো রেষারেষি, হিংসা মনে আসতে দেননি নীল। বরং তৃণার জন্য গর্বে বুক ফুলে উঠেছে তাঁর।
এক সাক্ষাৎকারে পর্দার ‘অভিমন্যু’ বলেন, তৃণা তাঁর স্ত্রী। তিনি যত উন্নতি করবেন তাঁরও ততই উন্নতি হবে। একজন এগিয়ে গেলে অন্যজনকে টেনে নিয়ে যাবে। নীল নিজে এখন সিরিয়াল নিয়ে খুব ব্যস্ত। প্রতি সপ্তাহেই সেরা দশের টিআরপি তালিকায় থাকে ‘উমা’। এমন পরিস্থিতিতে ছুটিই পান না নীল। তবে তাঁর আশা, বছরের শেষের দিকে হয়তো চাপটা একটু সামলে নিতে পারবেন তিনি।

অতি সম্প্রতি ৩০০ পর্ব সম্পূর্ণ করেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘উমা’। উমার থিমওয়ালা একটি বড়সড় কেক কেটে উদযাপন করা হয়েছে সেটে। উমা, অভিমন্যু তো ছিলই, ঘোর শত্রু আলিয়াও শামিল হয়েছিল উদযাপন পর্বে। সবাই মিলে নাগিন ডান্স করার ভিডিও শেয়ার করেছেন নীল। কেকের পাশাপাশি খাদ্যরসিক টিমের জন্য নাকি বিরিয়ানিও আনা হয়েছিল।





Made in India