বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অলিম্পিকে গোল্ড মেডেল জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) ভারতীয় সেনাবাহিনীতে এবার একটি বড় দায়িত্ব পেয়েছেন। আসলে, নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেওয়া হয়েছে। নীরজ চোপড়া বিশ্বের সেরা জ্যাভলিন নিক্ষেপকারীদের মধ্যে অন্যতম একজন। ২০২১ সালের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে জ্যাভলিন থ্রো-তে গোল্ড মেডেল জিতেছেন তিনি। এখন তাঁকে ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা প্রদান করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীতে বড় পদ পেলেন “গোল্ডেন বয়” নীরজ চোপড়া (Neeraj Chopra):
নীরজ চোপড়া হলেন লেফটেন্যান্ট কর্নেল: জানিয়ে রাখি যে, নীরজ চোপড়াকে (Neeraj Chopra) ভারতের টেরিটোরিয়াল আর্মি রেগুলেশনের ১৯৪৮ সালের Para-৩১ এর অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দিয়েছেন। এর আগে, নীরজ রাজপুতানা রাইফলে সুবেদার হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ২০১৬ সালে নায়েব সুবেদার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।

নীরজ চোপড়া জিতেছেন গোল্ড মেডেল: উল্লেখ্য যে, টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো-তে গোল্ড মেডেল জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি দেশের জন্য ব্যক্তিগত গোল্ড মেডেল জয়ী প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে বিবেচিত হন। এদিকে টোকিও অলিম্পিকে নীরজ তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্বের থ্রো-র মাধ্যমে প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছিলেন।
প্যারিস অলিম্পিকেও পেয়েছেন পদক: জানিয়ে রাখি যে, টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া (Neeraj Chopra) গোল্ড মেডেল পেলেও তিনি ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারতের জন্য এনেছিলেন রুপোর পদক।
আরও পড়ুন: “সিন্ধু জল চুক্তির পুনর্বিবেচনা করুন”, ভারতের প্রত্যাঘাতে “আহত” পাকিস্তান জানাল করুণ আর্জি
এদিকে, ২০২৫ সালে নীরজ পেশাদার টেনিস খেলোয়াড় হিমানি মোরকে বিয়ে করেন। নীরজের (Neeraj Chopra) আগে একাধিক ক্রীড়াবিদ টেরিটোরিয়াল আর্মির অংশ হয়েছেন। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও টেরিটোরিয়াল আর্মিতে রয়েছেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India