বাংলা হান্ট ডেস্ক: এবার ফের চমক দেখাতে প্রস্তুত ভারতের “গোল্ডেন বয়” নীরজ চোপড়া (Neeraj Chopra)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ক্লাসিক জ্যাভলিন থ্রো প্রতিযোগিতার প্রথম সংস্করণ আগামী ২৪ মে সম্পন্ন হবে। ওই প্রতিযোগিতাটি হরিয়াণার পঞ্চকুলার তাউ দেবী লাল স্টেডিয়ামে সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে।
ফের দাপট দেখাতে প্রস্তুত নীরজ (Neeraj Chopra):
উল্লেখ্য যে, এনসি ক্লাসিক নামে পরিচিত এই একদিনের জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতাকে বিশ্ব অ্যাথলেটিক্স “A” ক্যাটাগরির প্রতিযোগিতার মর্যাদা দেওয়া হয়েছে। র্যাঙ্কিং পয়েন্টের ক্ষেত্রে এটি কন্টিনেন্টাল ট্যুর গোল্ড লেভেল প্রতিযোগিতার সমতুল্য। কন্টিনেন্টাল ট্যুর, ডায়মন্ড লিগের পরে দ্বিতীয়-স্তরের গ্লোবাল অ্যাথলেটিক্স সিরিজ, ২০২০ সালে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ সিরিজের প্রতিস্থাপন হিসাবে চালু করা হয়েছিল। এটি চারটি স্তর নিয়ে গঠিত – গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এবং চ্যালেঞ্জার।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২ বারের অলিম্পিক পদক বিজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) নেতৃত্বে, এই ইভেন্টটি সারা বিশ্বের শীর্ষ পুরুষ ও মহিলা জ্যাভলিন নিক্ষেপকারীরা প্রথমবারের মতো ভারতে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রাক্তন এএফআই সভাপতি আদিল সুমারিওয়ালা আগেই বলেছিলেন যে পুরুষ ও মহিলাদের বিভাগে বিশ্বের সেরা ১০ জন জ্যাভলিন নিক্ষেপকারী আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নেবেন। এই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে রয়েছেন নীরজ চোপড়া এবং JSW। তাঁরা যৌথভাবে বিশ্ব অ্যাথলেটিক্স ক্যালেন্ডারে এই ইভেন্টকে বার্ষিক ইভেন্টে পরিণত করতে চান।
আরও পড়ুন: কোটি কোটি গ্রাহকদের বড়সড় ঝটকা দিল SBI! বন্ধ হল এই দুর্দান্ত স্কিম
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছর ভুবনেশ্বরে জাতীয় ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স ইভেন্টে ঘরের মাটিতে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নীরজ (Neeraj Chopra)। যেখানে প্যারিস ২০২৪ অলিম্পিকের প্রস্তুতিতে তিনি ৮২.২৭ মিটার থ্রো করেছিলেন।
আরও পড়ুন: সুখবর! রাজ্যের আরও ৭ টি পণ্য পেল GI ট্যাগ, রয়েছে বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডুও, উচ্ছ্বসিত সৌমিত্র
এনসি ক্লাসিক ২০২৫ টোকিওতে আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা ইভেন্ট হিসেবেও কাজ করবে। তবে, বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নীরজ (Neeraj Chopra) ইতিমধ্যেই তাঁর স্থান নিশ্চিত করেছেন।





Made in India