বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে বহু পাকিস্তানি শিল্পীর নাম রয়েছে। গায়ক থেকে শুরু করে বহু অভিনেতা-অভিনেত্রী বলিউডে কাজ করে নাম কুড়িয়েছেন। তবে জানেন কি, বেশকিছু ভারতীয় অভিনেতাও রয়েছেন যারা পাকিস্তানি ছবিতে কাজ করেছেন। আজকের প্রতিবেদনে এমনই কিছু তারকার সাথে পরিচয় করাবো পাঠকদের।
কিরণ খের (Kirron Kher) : দীর্ঘ কেরিয়ারে বহু ছবি ও রিয়েলিটি শো-র অংশ হয়েছেন কিরণ খের। তবে অনেকেই হয়ত জানেননা যে, কিরণ বহু পাকিস্তানি ছবিতেও কাজ করেছেন। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত পাকিস্তানি ছবি ‘খামোশ পানি’তে দেখা গিয়েছিল কিরণকে।

শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) : ভারতীয় ইন্ডাস্ট্রির এক অভিজ্ঞ অভিনেত্রী হলেন শ্বেতা তিওয়ারি। তবে খুব কম মানুষই জানেন যে, পাকিস্তানি ছবিতেও কাজ করেছেন শ্বেতা। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুলতানাত’ ছবিতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। ছবিটি পাকিস্তানি বক্স অফিসে সুপারহিট হয়েছিল।

জনি লিভার (Johnny Lever) : এই তালিকার সবচেয়ে অবাক করা নাম জনি লিভারের। বিখ্যাত কমেডিয়ান ও অভিনেতা জনি লিভার পাকিস্তানি ছবি ‘লাভ মে গাম’-এ কাজ করেছিলেন।

নেহা ধুপিয়া (Neha Dhupia) : দমদার অভিনয়ের জন্য পরিচিত নেহা ধুপিয়া পাকিস্তানি ছবিতেও কাজ করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নেহা ধুপিয়া পাকিস্তানি ছবি ‘পেয়ার না কর্ণ’-এ একটি আইটেম নম্বর করেছিলেন।
আরবাজ খান (Arbaaz Khan) : অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানও পাকিস্তানি ছবিতে কাজ করেছেন। ‘গডফাদার’ ছবিতে শাকির খানের চরিত্রে অভিনয় করেছেন আরবাজ খান।





Made in India