বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে গায়িকা নেহা কক্কর বেশ অনুভূতিপ্রবণ বলেই পরিচিত। প্রায়ই রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসে প্রতিযোগীদের জীবনের লড়াইয়ের কথা শুনে চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। কিন্তু একটা নরম মনের পাশাপাশি নেহার রাগও যে নেহাত কম নয় তা তো খুব সাম্প্রতিক ঘটনা থেকেই বোঝা গিয়েছে। তাঁকে নিয়ে হাসি মশকরা করার জন্য কমেডিয়ান কিকু ও গৌরবকে বেশ তীক্ষ্ণ স্বরে আক্রমণ করেছিলেন নেহা। ফের প্রকাশ্যে এল তাঁর রাগের স্বরূপ। এবার রাগের মাথায় সহকর্মীকে রুটি বেলার বেলন নিয়ে তাড়া করলেন গায়িকা। পুরো ঘটনাটাই বন্দি হল ক্যামেরার চোখে।

সম্প্রতি ভিডিয়োটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নেহা। ভিডিয়োতে দেখা যাচ্ছে সহঅভিনেতা রোহিত খান্দেলওয়ালকে বেলন নিয়ে তাড়া করছেন নেহা। রোহিতও প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছেন। এমন সময় হঠাৎ দুজনেই দৌড়াদৌড়ি থামিয়ে হেসে উঠলেন। আসলে মজা করেই করা হয়েছে গোটা ভিডিয়োটা। সম্প্রতি মুক্তি পেয়েছে নেহা কক্কর ও রোহিত খান্দেলওয়ালের মিউজিক ভিডিয়ো ‘পুছদা হি নেহি’। ভিডিয়োতে নিজেই গান গেয়েছেন নেহা। সেই মিউজিক ভিডিয়োরই সেটে তোলা এই মজার ভিডিয়ো।
https://www.instagram.com/tv/B57vjtVnleA/?utm_source=ig_web_copy_link
মুক্তির মাত্র কিছুদিনের মধ্যেই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে নেহা ও রোহিতের মিউজিক ভিডিয়ো। ইতিমধ্যেই ৮৭ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিয়ো। বলা বাহুল্য বলিউডে বেশ জাঁকিয়েই বসেছেন নেহা কক্কর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায়ই এমন মজার ভিডিয়ো শেয়ার করেন তিনি।
https://www.instagram.com/p/B55HQJOnQym/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/tv/B50OVzqHPky/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B5wqFqqnNH4/?utm_source=ig_web_copy_link
২০০৬ সালে গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর হাত ধরে নেহার যাত্রা শুরু। এখন সেই শোতেই বিচারকের দায়িত্বভার সামলাচ্ছেন তিনি। পাশাপাশি উপহার দিয়ে চলেছেন একের পর এক সুপারহিট গান। শুধু গান নয়, নাচ ও অভিনয়েও বেশ পারদর্শী নেহা কক্কর।





Made in India