বাংলাহান্ট ডেস্ক: বলিউডে জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা কক্কর (Neha kakkar)। দীর্ঘদিন ধরেই হিন্দি গানের জগতে রয়েছেন তিনি। নিজের জায়গা বেশ ভাল মতোই কায়েম করে নিয়েছেন। একের পর এক হিট গান গেয়ে অনুরাগীদের মন জয় করতে নেহার জুড়ি মেলা ভার। তাঁর নিজেরই রয়েছে একটি আলাদা গায়কী।

এই মুহূর্তে জনপ্রিয় গায়িকাদের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নেবেন নেহা। পুরোনো হিন্দি গানগুলো নতুন ঢঙে গাইতে নেহার থেকে ভাল বোধ হয় আর কেউই পারে না। তবে তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও যে সক্রিয়তা বেশ ভাল রকমই তা অনেকেই জানেন।
https://www.instagram.com/p/B-mRtBgDr5R/?igshid=12vdgj8a4xxhl
লকডাউনে বাড়ি বসে সময় কাটানোর জন্য নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে নেট দুনিয়ায়। কখনও শাড়ি চ্যালেঞ্জ আবার কখনও বা পুরোনো ছবি পোস্ট করার চ্যালেঞ্জ। তবে মাঝে মধ্যে কিছু অদ্ভূত চ্যালেঞ্জও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই একটি হল ‘পিলো চ্যালেঞ্জ’।
https://www.instagram.com/p/B-3_wO9D6S3/?igshid=hj6944gxaa7k
গোটা শরীর ঢাকা থাকবে শুধুই একটি বালিশে। সেটাই এমন ভাবে ক্যারি করতে হবে যাতে পরিষ্ফুট হয় স্টাইল স্টেটমেন্ট। হলিউডের বেশ কিছু তারকা ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন এই ভাইরাল চ্যালেঞ্জ। এবার সেই তালিকায় নাম লেখালেন নেহা।
https://www.instagram.com/p/B_ML5iTj-sx/?igshid=1luvug2ieox5f
শরীর ঢাকা শুধুমাত্র একটি বালিশে। সেটাই বেল্ট দিয়ে বাঁধা শরীরের সঙ্গে। তিনবার তিন রকম লুকে ধরা দিলেন গায়িকা। শুধু তাই নয়, করলেন টিকটক ভিডিও। নিজের গানেই টিকটক করলেন নেহা। সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল এই ভিডিও। ৩৪ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও।





Made in India