বাংলাহান্ট ডেস্ক: আকাশের চাঁদ ছুঁয়েও যে মাটিতে পা রেখে চলা যায় তা হাতে কলমে করে দেখিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। মুর্শিদাবাদের ভূমিপুত্র এখন গোটা দেশের সঙ্গীত জগতের শীর্ষে। টলিউড বলিউডের প্রথম সারির গায়ক অরিজিৎ। আন্তর্জাতিক স্তরেও তাঁর জনপ্রিয়তা লক্ষণীয়। অথচ এত বড় মাপের একজন তারকা হয়েও অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন তিনি।
সঙ্গীতের মঞ্চের বাইরে অরিজিৎ ঠিক আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ। জিয়াগঞ্জের মানুষ তাঁকে চেনে ঘরের ছেলে হিসাবেই, কোনো স্টারডমের আভাসও পাওয়া যায় না তাঁর আচার আচরণ, কথাবার্তায়। এখনো তিনি লাইন দিয়ে দাঁড়িয়ে জিয়াগঞ্জের স্কুলেই ভর্তি করান ছেলেকে। কোনো রকম নিরাপত্তা ছাড়াই ঘুরে বেড়ান স্কুটিতে চেপে।

নিজের ব্যক্তিগত জীবনও আড়ালেই রাখতে পছন্দ করেন অরিজিৎ। তাঁর স্ত্রী কোয়েলও লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। স্ত্রীর সঙ্গে খুব কমই প্রকাশ্যে আসেন অরিজিৎ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কোয়েলের সঙ্গে দেখা গিয়েছে অরিজিৎকে।
বিমানবন্দর থেকে স্ত্রীর হাত ধরেই বেরোন তিনি। কয়েকজন অনুরাগী ভিড় করতে হাসিমুখে তাদের সঙ্গে কথা বলে তারপর গাড়িতে উঠে যান অরিজিৎ। ভিডিও দেখে অবাক নেটনাগরিকদের একাংশ। একজন তো লিখেই দিলেন, ‘এই প্রথম দেখলাম অরিজিতের স্ত্রীকে’।
https://www.instagram.com/reel/CnHcGmDD4lM/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, শোনা যায় প্রথম স্ত্রীর সঙ্গে ২০১৩ সালে বিচ্ছেদ হয়ে যায় অরিজিতের। তার পরের বছরেই কোয়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অরিজিতের ছোটবেলার বান্ধবী ছিলেন কোয়েল। তাঁরও আগে একবার বিয়ে এবং বিচ্ছেদ হয়েছে বলে শোনা যায়। দুই ছেলে মেয়ে অরিজিৎ এবং কোয়েলের। এছাড়া প্রথম বিয়ে থেকেও এক ছেলে রয়েছে গায়কের।





Made in India