বাংলা hunt ডেস্ক : চলছে প্রহর গোনার পালা, আর দিন কয়েকের মধ্যে আলিপুর চিড়িয়াখানায় হাজির হতে চলেছে এক নতুন অতিথির।তা ঘিরে এখন উৎসবের মেজাজ গোটা চিড়িয়াখানা চত্বরে।
এতোদিন আমরা যাকে দেখে এসেছি সিনেমার পর্দায়।এইবার সেই আ্যনাকোন্ডাকে সরাসরি চাক্ষুষ করবে মানুষ কলকাতার চিড়িয়াখানায়।৫২ বাই ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে নতুন অতিথির বাসস্থান , যা দেখতে হবে অবিকল আমাজনের মতো।এমনকি তৈরি করা হচ্ছে স্যাতসেতে আবহাওয়া।
সম্ভবত জুনের শেষে চেন্নাই থেকে আসতে চলেছে চিড়িয়াখানার এই নতুন অতিথি।এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।তাই যারা মনে মনে এতোদিন আ্যনাকোন্ডা দেখার ইচ্ছা লালিত
করেছেন , তারা তৈরী হয়ে নিন , কারন জুলাই থেকে কলকাতা চিড়িয়াখানার আমাজনে দেখা যেতে চলেছে তাকে।





Made in India