বাংলাহান্ট ডেস্ক : ভূমিকম্প (Earthquake) অন্যতম ভয়ংকর একটি প্রাকৃতিক বিপর্যয়। ভূমিকম্পের ফলে প্রাণহানির পাশাপাশি হয় একাধিক ক্ষয়ক্ষতি। তবে এবার আগে থেকেই মিলবে ভূমিকম্পের পূর্বাভাস। এমনই একটি অ্যাপ বানিয়ে সবাইকে অবাক করে দিলেন ভারতীয় বিজ্ঞানীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি এবং উত্তরাখণ্ড সরকারের সহযোগিতায় সামনে এল ভূদেব অ্যাপ।
এই অ্যাপ দেবে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা। দেশ হোক কিংবা বিদেশ, গত কয়েক বছরে একের পর এক ভূমিকম্পের ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বহু মানুষ। মারা গেছে পশু-পাখি। ক্ষয়ক্ষতি হয়েছে সম্পত্তির। তবে এবার হয়ত কিছুটা হলেও মিলতে চলেছে সুরাহা। ভূমিকম্প আসার আগেই সতর্কবার্তা দিয়ে সবাইকে সাবধান করে দেবে BhuDEV অ্যাপ।
আরোও পড়ুন : বিনামূল্যে রেশন থেকে মোদীর গ্যারান্টি! রাম মন্দিরও দিলনা ভরসা, এই ৫ কারণে “ফেল” বিজেপি
BhuDEV অ্যাপটির সম্পূর্ণ নাম ভূমিকম্প বিপর্যয় আর্লি ভিজিল্যান্ট। আইআইটি রুরকির প্রযুক্তিগত বিশেষজ্ঞরা এই যুগান্তকারী অ্যাপ তৈরি করেছেন। আইআইটি রুরকি-র বিজ্ঞানী কমল বলেন ‘এই ভূদেব অ্যাপের মাধ্যমে আমরা এমন একটি সমাধান দিতে পেরে গর্বিত যা সকলকে আগাম বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করবে।’ রিয়েল-টাইম ভূমিকম্পের সতর্কতা সম্পর্কে ব্যবহারকারীদের তথ্য দেবে এই অ্যাপ।

এছাড়াও এই অ্যাপে যে এসওএস বোতাম রয়েছে তার সাহায্যে মানুষ জানতে পারবেন ভূমিকম্পের অবস্থান সম্পর্কে। আইআইটি রুরকি ডিরেক্টর কে কে পন্থ জানান, ‘প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই যুগে ভূদেব অ্যাপ উদ্ভাবন ও সহযোগিতার প্রতীক। উত্তরাখণ্ড সরকারের সাথে আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে, আমরা এমন একটি সরঞ্জাম তৈরি করেছি যা মানুষকে রিয়েল-টাইম তথ্য দিয়ে সাহায্য করবে।’





Made in India