বাংলাহান্ট ডেস্ক : আগামী শিক্ষাবর্ষ থেকেই পাল্টে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) নিয়ম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমিস্টার পদ্ধতির সূচনা করতে চায়। ফলে, ২০২৪ শিক্ষাবর্ষে যে সব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।
একাদশ শ্রেণিতে ২টো সেমিস্টার হবে এবং দ্বাদশে ২টো সেমিস্টার হবে। মঙ্গলবার সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। চিরঞ্জীব ভট্টাচার্যের কথায়, নয়া পদ্ধতি অনুসারে উচ্চ মাধ্যমিকের ২টি পরীক্ষার গড় মানের ওপর তৈরি হবে মার্ক শিট। তিনি বলেন, আমরা এই প্রস্তাব স্কুলশিক্ষা দফতরের কাছে পাঠাব।
আরোও পড়ুন : চলছে সাবওয়ে নির্মাণ! মেট্রো রেলের তরফে এল বড়সড় আপডেট, এয়ারপোর্ট এখন হাতের মুঠোয়
জানা গিয়েছে, প্রস্তাব গৃহীত হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ছাত্ররা প্রথম পরীক্ষাটি দেবে ২০২৫ সালের নভেম্বর মাসে আর ২০২৬ সালের মার্চ মাসে হবে দ্বিতীয় পরীক্ষা। সেক্ষেত্রে OMR sheet-এ MCQ ধাঁচের হবে প্রথম পরীক্ষাটি আর দ্বিতীয় পরীক্ষা দিতে হবে সাদা কাগজে। সেখানে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে।

তবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায়, ‘দুটি কারণে এই পরিকল্পনা করা হচ্ছে এক রেজাল্টের সুবিদার্থে এবং দ্বিতীয় সর্বভারতীয় স্তরে যে সমস্ত পরীক্ষাগুলি হয় সেগুলির সবই প্রায় ওএমআর শিটে দিতে হয়। তাই, সেমিস্টারের সঙ্গে যদি ওএমআর শিটও চালু করা হয় তাহলে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হবে।’





Made in India