বাংলাহান্ট ডেস্ক: বলিউড তথা হলিউডের অন্যতম জনপ্রিয় জুটিদের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার। গত বছর ১লা ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দেখতে দেখতে এক বছর পার করে গিয়েছেন প্রিয়াঙ্কা-নিক। দিন যত যাচ্ছে তাঁদের প্রেমও বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। যেকোনও বিষয়েই প্রিয়ঙ্কাকে সমর্থন করতে দেখা গিয়েছে নিককে।
তবে সম্প্রতি আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার পোশাক ঠিক করে দিচ্ছেন নিক। সম্প্রতি একটি পার্টিতে উপস্থিত হয়েছিলেন নিক ও প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার পরনে ছিল একটি হালকা বেগুনি রঙের গাউন। অপরদিকে নিককে দেখা গিয়েছে সুটে। পার্টিতে উপস্থিত হতেই তাঁদের ঘিরে ধরেন পাপারাৎজি। তাঁদের অনুরোধ মেনে ক্যামেরার সামনে পোজও দেন নিক-প্রিয়াঙ্কা।
এরই মধ্যে অভিনেত্রীর খেয়াল পড়ে তাঁর পোশাকের সামনেক দিকের অংশ কিছুটা ঢিলা হয়ে গিয়েছে। ফটোশুটের পালা চুকলেই তিনি তড়িঘড়ি ব্যস্ত হয়ে যান পোশাক ঠিক করতে। তাঁকে সাহায্য করতে হাত লাগাতে দেখা যায় নিককেও। তিনিই খুব যত্ন সহকারে ঠিক করে দেন স্ত্রীর পোশাক। এই দৃশ্য দেখে উপস্থিত অতিথিরাও প্রশংসা শুরু করেন নিকের। ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। স্ত্রীর প্রতি নিকের যত্ন দেখে অভিভূত হয়েছেন নেটিজেনরাও।

প্রসঙ্গত, ২০১৮ তে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। নিজের থেকে বয়সে ছোট নিককে বিয়ে করায় বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। এমনকি এখনও তাঁদের নিয়ে ট্রোল অব্যাহত রয়েছে। তবে সেসবকে কোনও কোনওদিনই পাত্তা দেননি অভিনেত্রী। একে অপরের সঙ্গে দিব্যি সুখেই রয়েছেন। সংসারও করছেন চুটিয়ে। পাশাপাশি স্বামীর গানের ভিডিওতে অভিনয়ও করছেন।





Made in India