বাংলাহান্ট ডেস্ক: অনেকদিন পর বাড়ি ফিরেছেন স্ত্রী। প্রিয়তমাকে কাছে পেয়ে স্বামীর হৃদয় কি আর বাঁধ মানে? আর পাঁচটা দম্পতির থেকে আলাদা নন প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra) নিক জোনাস (nick jonas)। হোক না দুজনের মধ্যে বয়সের তারতম্য, তাঁদের প্রেম দেখলে কিন্তু চোখ কপালে উঠবে সকলেরই। সমাজের চোখরাঙানিকে পরোয়া না করে যে সমস্ত তারকারা ভালবাসার জয়ধ্বনি করেছেন ‘নিকিয়াঙ্কা’ জুটি তাদের মধ্যে অন্যতম।
যত দিন যাচ্ছে ততই যেন একে অপরকে চোখে হারাচ্ছেন তারকা দম্পতি। আরো একবার তার প্রমাণ মিলল প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামের দেওয়ালে। এতদিন আসন্ন ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এর শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন পিগি চপস। দিব্যি চলছিল শুটিং। কিন্তু মাঝে হঠাৎ করেই ছন্দপতন হয়। শুটিং সেটেই গুরুতর আহত হন প্রিয়াঙ্কা।

তাই কিছুদিনের জন্য ছুটি নিয়ে ফের আমেরিকায় নিকের কাছে চলে এসেছেন তিনি। এতদিন পর স্ত্রীকে কাছে পেয়ে আর নিজেকে সামলাতে পারেননি নিক। ক্যামেরার সামনেই ঝাঁপিয়ে পড়েছেন সুন্দরী প্রিয়াঙ্কার উপর। একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে সানবাথ নিতে দেখা যাচ্ছে তাঁকে। লাল কালো বিকিনিতে চোখ ফেরানো যাচ্ছে না প্রিয়াঙ্কার দিক থেকে।
https://www.instagram.com/p/CTLuEV4n5Rc/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CTLyU2CrMrk/?utm_medium=copy_link
আর দেরি করেননি নিক। সোজা ছুরি কাঁটাচামচ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন স্ত্রীর নিতম্বে। মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল। নেটনাগরিকরা হৃদয় ও আগুনের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অপরদিকে দিদি জামাইবাবুর কাণ্ড দেখে লজ্জায় চোখ ঢেকেছেন পরিণীতি চোপড়া। কমেন্টে তিনি লিখেছেন, ইনস্টাগ্রামে তো পরিবারের সদস্যরাও রয়েছে! একটু রেখেঢেকে।





Made in India