বাংলাহান্ট ডেস্ক: গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন নুসরত জাহান (nusrat jahan) ও নিখিল জৈন (nikhil jain)। সৌজন্যে, দুজনের সংসার ভাঙার গুঞ্জন। ২০১৯ এ তুরস্কে রাজকীয় ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন নিখিল নুসরত। দু বছর কাটতে পারেনি এখনো, তার আগেই চিড় ধরেছে দুজনের সম্পর্কে। গুঞ্জন সত্যি করে অভিনেত্রী সাংসদ জানিয়েও দিয়েছেন আর একসঙ্গে থাকছেন না তাঁরা। তবে কারণটা জানাননি তিনি।
এরই মাঝে বড় বিপদে ফাঁসলেন নিখিল জৈন। দু দুটো ব্যবসায়িক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাঁর। এই দুটি অ্যাকাউন্ট শুধু মাত্র তাঁর পোশাকের ব্যবসার কাজেই চালাতেন তিনি। দুটি অ্যাকাউন্ট থেকেই সমস্ত পোস্টার ও ফটোশুটের ছবি ডিলিট করে দিয়েছে হ্যাকাররা।

কলকাতা পুলিসের সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন নিখিল। তাঁকে জানানো হয়েছে ব্যবসার ক্ষতি করার উদ্দেশ্যেই টাকার বিনিময়ে করানো হয়েছে এই কাজ। অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর পেতেই দিল্লি থেকে কলকাতা উড়ে আসেন নিখিল। বদলে ফেলেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টের পাসওয়ার্ড।
এই দুটি অ্যাকাউন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন নুসরত জাহান। তবে নিখিলের বক্তব্য এতে তাঁর ব্যবসার কোনো ক্ষতিসাধন করাই সম্ভব নয়। নিজের ইনস্টা অ্যাকাউন্টও প্রাইভেট করে দিয়েছেন তিনি। জানা যাচ্ছে আগামী শনিবারই দিল্লিতে ফিরে যাবেন নিখিল জৈন।
সম্প্রতি আনন্দবাজার ডিজিটালের তরফে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয় নুসরতকে শেষমেষ বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন নিখিল। প্রতিবেদনে আরো বলা হয় এখনো নিখিলেরই ক্রেডিট কার্ড ব্যবহার করে চলেছেন নুসরত। তবে তাতে কোনোদিন বাধা দেননি নিখিল।
এমনকি যশ দাশগুপ্তর সঙ্গে রাজস্থান ট্যুর, মাচা শো সম্পর্কেও সরাসরি কোনো মন্তব্য করেননি নিখিল। কিন্তু এবার কিছুটা বাধ্য হয়েই বিবাহ বিচ্ছেদের নোটিস স্ত্রীকে পাঠিয়েছেন তিনি, প্রতিবেদনে দাবি করা হয় এমনটাই। নিখিল নাকি জানিয়েছেন, যা বলার সবটাই পরে বলবেন।
অপরদিকে এই প্রতিবেদন প্রকাশ হতেই ফুঁসে উঠেছেন নুসরত জাহান। এক প্রেস বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুল। আগে সঠিক তথ্যানুসন্ধান করে তবেই খবর প্রকাশ করা উচিত। ভুয়ো খবরে বিশ্বাস করার থেকে সকলকে বিরত থাকতেও আবেদন করেন তিনি।





Made in India