বাবলু প্রামাণিক দক্ষিণ 24পরগনা
সপ্তাহ খানেক বিদ্যুৎবিভ্রাট, প্রতিবাদে রায়দিঘী রোড অবরোধ। রায়দিঘী মথুরাপুর রোডের উপর সকাল ১০.৩০ থেকে চলে এই অবরোধ। যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এর ফলে। জানা যাচ্ছে কাটানদিঘী মোড়ের কাছে এই অবরোধ চলে। অবরোধকারীদের দাবি এক সপ্তাহ ধরে ট্রান্সফরমার খারাপ হয়ে যাওয়ায় বিদ্যুৎপরিষেবা বন্ধ।
মথুরাপুর বিদ্যুৎ ওফিসে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। বিদ্যুতের বিলের উপর থাকা অভিযোগ জানানোর নং এ বারংবার ফোন করা সত্ত্বেও একটি কমপ্লেন নং দিয়ে কাজ সেরেছে তারা। এদিকে অফিস টাইমে এই অবরোধ চলায় অসুবিধার সম্মুখীন হয় স্কুলের ছাত্রছাত্রী সহ নিত্যযাত্রীদের। অবরোধ তুলতে মথুরাপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌছায়।

জানা যায় পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে পুলিশের কথাবার্তা বলার পর সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গিয়েছে। এরপরই অবরোধ উঠে যায় কিন্তু সমস্যা সমাধান না হলে আবারও আন্দোলন হবে বলে তারা হুশিয়ারি দিয়েছে। অবরোধকারীদের মধ্যে একজন প্রশান্ত হালদার জানান সপ্তাহ খানেক ধরে এলাকায় বিদ্যুৎ নেই, এই ঘটণা বিদ্যুৎ অফিসে জানালে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে গত দুইদিন আগে বিদ্যুৎ অফিসের লোকেরা এসে মেন লাইনের সঙ্গে সংযোগকারী লাইনের তার বিচ্ছিন্ন করে দেয়। ফলে এলাকার লোকজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এলাকায় উত্তেজনা রয়েছে।





Made in India