বাংলা হান্ট ডেস্ক: বিদায় বেলায় ফের আবহাওয়ার ভোলবদল। পুজোর মধ্যে কম-বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে এবার ফের একবার বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা। এর জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি (Rainfall) বাড়তে পারে।
মঙ্গল থেকে ফের বৃষ্টি? কি জানাচ্ছে হাওয়া অফিস
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এর থেকে বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ সোমবার ভারী বর্ষণের পূর্বাভাস নেই কোথাও। মঙ্গলবার দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে এই সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না। আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় ঘণ্টা বাজতে পারে। তার আগে মঙ্গলবার কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: ছিল না কোনো গডফাদার, ছেলেদের জন্যও প্রযোজকদের পোঁছেন না, নেপোটিজম নিয়ে সোজাসাপ্টা মিঠুন
আপাতত উত্তরবঙ্গে (North Bengal Weather) পরিষ্কার থাকবে আকাশ। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা। কিছু কিছু জেলায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পঙ এ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।





Made in India