বাংলাহান্ট ডেস্ক : দিনের পর দিন বেড়েই চলেছে তারকাদের কৃত্রিম ভাবে সুন্দর হওয়ার তালিকা। কখনও নোজ জব আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে দেওয়া লিপ জব। এমন অনেক বলি সুন্দরী আছেন যারা প্লাস্টিক সার্জারি করে নিজেদেরকে সুন্দর করে তুলেছেন।
তবে কেবল মাত্র অভিনেত্রীরাই নন। এই তালিকায় রয়েছে বেশ কিছু অভিনেতাও। কখনও কসমেটিক সার্জারি তো কখনও আবার হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে নিজেদের করে তুলেছেন সুন্দর।

রণবীর কাপুর : তরুণ প্রজন্মের কাছে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন রণবীর কাপুর। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই অভিনেতা। তবে জানেন কী? নিজের সৌন্দর্য বাড়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলেন এই অভিনেতা।

সলমান খান : বলিউড জগতে বেশ জনপ্রিয় সলমান খান। একাধিক ছবিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেতা। তবে জানেন কী নিজেকে সুন্দর বানাতে এই অভিনেতাও করেছেন হেয়ার ট্রান্সপ্লান্ট । পাশাপাশি চোখের নিচে কসমেটিক সার্জারিও করেছেন তিনি।

কপিল শর্মা : কমেডিয়ান হিসেবে জনপ্রিযতার শীর্ষ স্থানে জায়গা পেয়েছেন কপিল শর্মা। একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে কমেডি নাইটস উইথ কপিল এপিসোডে দেখা যায় তাঁকে। সম্পূর্ণ এপিসোড একাই পরিচালনা করেন তিনি। সলমান খান এবং রণবীর কাপুরের পাশাপাশি এই অভিনেতাও করিয়েছেন হেয়ার ট্রান্সপ্লান্ট। নিজেকে আরও সুন্দর বানাতেই এই সিদ্ধান্ত অভিনেতার।





Made in India