বাংলা হান্ট ডেস্ক : রাজ্য প্রাথমিক শিক্ষকদের লাগাতার আন্দোলন ও অনশনের চাপে পড়ে অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে প্রাথমিক শিক্ষকদের বর্ধিত হারে বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়৷ আগস্ট মাস থেকেই সেই নিয়ম লাগু হওয়ার কথা ছিল কিন্তু গ্রেড পে বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেও বর্ধিত বেতন থেকে শিক্ষকদের বঞ্চিত করার প্রতিবাদে এবং ফিট মেন ফ্যাক্টর নিশ্চিত করার দাবিতে আবারও যুদ্ধ ঘোষণা রাজ্যের প্রাথমিক শিক্ষকদের৷ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি সত্ত্বেও প্রতারণার অভিযোগ তুলে এ বার পুজোর মুখেই বড়সড় আন্দোলনের পথে হাঁটতে চলেছেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা৷
গ্রেড পে বৃদ্ধির দাবিতে গত দেড় বছর ধরে আন্দোলনে সামিল হয়েছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকদের একাংশ তবে তাতেও ফললাভ না হওয়ায় অবশেষে টানা পনেরো দিন অনশন কর্মসূচি গ্রহণ করেন শিক্ষকরা৷ যার জেরে 26 জুলাই তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতরের তরফ থেকে গ্রেড পে বৃদ্ধি করা হয় প্রাথমিক শিক্ষকদের৷ পাশাপাশি টি ব্র্যান্ড পরিবর্তন করা হয় কিন্তু সেই নতুন নিয়ম লাগু হয়নি, তাতেই ক্ষুব্ধ রাজ্যের প্রাথমিক শিক্ষকরা৷
এই প্রসঙ্গে বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাত্ করে বলেছেন প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য মাদ্রাসার ট্রেন্ড শিক্ষকদের সঙ্গে রাখবেন না, কিন্তু এই অর্ডার ও তাঁর ব্যাখ্যা অনুসারে মাদ্রাসার সঙ্গে বঞ্চনা চরমে পৌঁছে গিয়েছে তাই এই বঞ্চনা যদি কোনো রায় ঘটে সে ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে নামতে তাঁরা বাধ্য হবেন বলে জানিয়েছেন৷ উল্লেখ্য শুধুমাত্র রাজ্যের প্রাথমিক শিক্ষকরাই নন কম্পিউটার শিক্ষকদেরও বর্ধিত হারে বেতন দেওয়ার কথা ঘোষণা করা হলেও তা লাগু হয়নি৷ যার জেরে আন্দোলনে সামিল হতে চলেছেন রাজ্যের কম্পিউটার শিক্ষকদের একাংশ এবং একই অবস্থা পুরসভা কর্তৃক পরিচালিত স্কুলগুলির ক্ষেত্রেও৷





Made in India