বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সিভিকদের (Civic Volunteers) জন্য বিরাট সুখবর। এবার থেকে ব্যাঙ্কঋণ (Bank Loan) পাবেন রাজ্যের সিভিক ভলান্টিয়াররাও। এর জন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে রাজ্য পুলিস। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্প যাতে দ্রুত কার্যকর হয় সেই লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। লোন পাওয়ার এই খবর সামনে আসতেই খুশি রাজ্যের সিভিকরা (Civic Volunteers)।
তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার রয়েছেন। যারা পুলিস কর্মীদের মতোই রাস্তায় বা থানায় ডিউটি করেন। যদিও তাদের বেতন অনেকটাই কম। মাস গেলে দশ হাজার টাকা বেতন পান তারা। আর দুর্বল বেতন কাঠামোর কারণে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাদের।
ঋণ পাওয়ার জন্য যে নির্দিষ্ট শর্তাবলি রয়েছে তার আওতায় সিভিকরা আসেন না, এই যুক্তি দেখিয়েও তাদের ঋণ মুকুব হয়না। ফলত কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে চড়া সুদে ঋণ নিতে হয় তাদের। সিভিকদের এই সমস্যার কথা নবান্নে জানানো হয়েছিল। তারপরই উপর মহল থেকে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ আসে।
সিভিকদের ‘স্যালারি অ্যাকাউন্ট’ স্টেট ব্যাঙ্কে (এসবিআই) রয়েছে। সেই ব্যাঙ্কের সাথে সরকারের চুক্তিতে ঋণের কোনো উল্লেখ করা হয়নি। যেহেতু চুক্তিভিত্তিক কর্মী তাই সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তারা ঋণ পেতেন না। এই সমস্যা সমাধানেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে বিভাগীয় কর্তারা আলোচনায় বসেন।
ঋণ জট কাটাতে সিভিকদের স্যালারি অ্যাকাউন্টের বিনিময়ে তাদের ঋণের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয় পুলিশের তরফে। তাদের এই প্রস্তাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সাড়া দিয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই তাদের সঙ্গে নতুন চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। স্টেট ব্যাঙ্কের সঙ্গে তাদের পুরোনো চুক্তি বাতিল হচ্ছে।

আরও পড়ুন: ‘আমি খুব ভালো মতোই জানি..,’ ভরা এজলাসে চরম হুঁশিয়ারি বিচারপতি সিনহার, এল বিরাট নির্দেশ
সূত্রের খবর, সিভিকদের (Civic Volunteers) ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শর্ত রয়েছে এজন্য তাদের জমিজমা বা বাড়ির দলিল জমা রাখতে হবে ব্যাঙ্কে যার মূল্য ১ লক্ষ টাকার বেশি হতে হবে। ইতিমধ্যেই নতুন ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে তাদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





Made in India