বাংলাহান্ট ডেস্ক : তার বয়স তখন মাত্র দুই ছুই ছুই। সে সময় থেকেই নেট নাগরিকদের আলোচ্য বিষয় এই স্টার কিড। জন্মের পর থেকেই স্পটলাইটে বলিউড (Bollywood) অভিনেতা সাইফ আলি খান (Saif Ali Khan) এবং অভিনেত্রী কারিনা কাপুরের (Karina Kapoor) পুত্র তৈমুর আলী খান পতৌদি। সে কি করছে? কখন কোথায় যাচ্ছে সেই সমস্ত মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ফটোগ্রাফাররা।
এই ছোট্ট তৈমুরকে নিয়ে কম উৎসাহ নেই সাধারণ মানুষদের মধ্যেও। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা দেখে রীতিমত চোখ কপালে উঠেছে খান পরিবারের। বর্তমানে তার বয়স ছয় বছর। তবে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা একটুও কমেনি। বরং আগের তুলনায় অনেক বেড়ে গেছে ফ্যান ফলোয়ার্সের সংখ্যা। ছোট্ট তৈমুরের যে কোন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলে তা খুব সহজেই ভাইরাল হয়ে যায়।

তবে এই তৈমুরকে নিয়ে যে কান্ড ঘটেছিল তা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সব মহলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তৈমুরের আদলে পুতুল। পুতুল দেখে আপ্লুত হয়ে পড়েন নেট নাগরিক। বইতে থাকে কমেন্টের বন্যা। যদিও এই ঘটনা একেবারেই পছন্দ করেননি অভিনেতা সাইফ আলী খান এবং অভিনেত্রী কারিনা কাপুর। অভিনেতা সাফ জানিয়ে দেন ফ্যানেদের এই অতিরিক্ত উৎসাহ তাঁর একেবারেই পছন্দ নয়। তিনি বলেন, ‘অন্যান্য আরও পাঁচটা বাচ্চার মতই আমার বাচ্চা তৈমুর। কিন্তু দিনে দিনে তাকে নিয়ে বেড়েই চলেছে ফ্যানেদের উৎসাহ’ ।

কেরলের একটি খেলনার দোকানে দেখতে পাওয়া যায় তৈমুরের আদলে একটি পুতুল। পরিচালক অশ্বিনী ইয়াদরি সেই খেলনার দোকানের একটি ছবি নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবি দেখার পরেই ঝড় উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট বক্স ভরতে থাকে একের পর এক কমেন্টে। অনেকেই আবার পরিচালকের এই টুইট রিটুইটও করেন।
অনুরাগীরা আবার অনেকেই কেরালার সেই দোকানে হাজির হয়ে ছবি তোলেন তৈমুর পুতুলের। অনেকে আবার বাড়ি কিনে নিয়ে আসেন তৈমুর পুতুল। সে সময়ে এই তৈমুর পুতুলের দাম ছিল হাজার টাকারও বেশি। তবে শুধুমাত্র তৈমূর নয় শাহরুখ পুত্র আব্রাহামের আদলেও খেলনা বিক্রি হচ্ছে কেরালার ওই দোকানে। এমনই ছবি প্রকাশ করেছিলেন পরিচালক অশ্বিনী ইয়াদরি। আর সেই ঘটনা নিয়েও কম চর্চা হয়নি নেটদুনিয়ায়।

ঘটনা ২০১৮ সালের। সে সময় দুবছর বয়স হয়নি ছোট্ট তৈমুরের। কিন্তু জন্মের পর থেকেই স্পটলাইটে রয়েছে তৈমুর। তবে তাকে নিয়ে যে এমন কাণ্ড ঘটতে পারে তা হয়তো কখনোই ভাবেনি অভিনেতা সইফ আলী খান এবং অভিনেত্রী কারিনা কাপুর। তবে বাস্তবে ঘটেছে বৈকি। যদিও ছেলের আদলে তৈরি হওয়া পুতুল দেখে মোটেও খুশি হননি খান দম্পত্তি। বরং রেগে আগুন হয়েছেন তাঁরা।





Made in India