দূরত্ব মিটিয়ে ফের কাছাকাছি, অনুরাগীদের স্বস্তি দিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন যশ-নুসরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ করেই সম্প্রতি সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্তের মধ্যে। নিখিলের হাত ছেড়ে যশের হাত ধরেছিলেন তিনি একসময়। এবার কি এই সম্পর্কটাও ভাঙনের মুখে দাঁড়িয়ে? যশ নুসরতের (Nusrat Jahan) মধ্যে বিবাদের গুঞ্জন ছড়াতেই উঠতে শুরু করেছিল এমন একাধিক প্রশ্ন। শেষমেশ নিন্দুকদের মুখে ঝামা ঘষে আবারও মিলিত হলেন দুজনে।

যশ নুসরতের (Nusrat Jahan) ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে

সম্প্রতি কিছুদিন ধরে নেটপাড়ায় গুঞ্জন তুঙ্গে যশ নুসরতের মধ্যে সম্পর্কের ভাঙন নিয়ে। ইনস্টাগ্রামে নুসরতকে (Nusrat Jahan) ‘আনফলো’ করতে দেখা গিয়েছিল যশকে। আলাদা আলাদা ভাবে ঘুরতে গিয়েছিলেন দুজনে। নিজের পরিবার, সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন নুসরত (Nusrat Jahan)। অন্যদিকে নিজের প্রথম পক্ষের ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন যশ। সেই থেকেই দুজনের মধ্যে বিচ্ছেদ জল্পনা তুঙ্গে।

Nusrat jahan and yash are reportedly together again

তৃতীয় ব্যক্তির জন্য দূরত্ব: এমনকি শোনা গিয়েছিল, নুসরত যশ নাকি আলাদা থাকছেন। যশের প্রাক্তন সম্পর্ক ঘিরেই যত সমস্যার সূত্রপাত বলে শোনা গিয়েছিল। নুসরত (Nusrat Jahan) নাকি কিছু শর্ত দিয়েছিলেন একসঙ্গে থাকার জন্য। কিন্তু সেসব মানতে নারাজ ছিলেন যশ। এমন নানান জল্পনায় টলিপাড়া যখন সরগরম, তখনই অনুরাগীদের বড়সড় স্বস্তি দিয়ে ফের একসঙ্গে থাকার ইঙ্গিত দিলেন ‘যশরত’ জুটি।

আরো পড়ুন : কোণঠাসা হলেও মানলেন না ডেডলাইন, চাপের মুখে পড়ে অবশেষে বাংলাদেশে ভোট ঘোষণা ইউনূসের

বড় ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায়: সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন নুসরত (Nusrat Jahan)। সেখানেই নেটিজেনদের নজর কাড়ে যশের কমেন্ট, ‘কৃতিত্ব কে দেবে?’ সঙ্গে সঙ্গে নুসরতের (Nusrat Jahan) জবাব, ‘তোমার আগের ভিডিওতে আমিও কৃতিত্ব পাইনি, আমার জ্যাকেটের জন্যও না’। পালটা অভিনেতা কমেন্ট করেন, ‘তাহলে তুমি শুট আর এডিটের জন্য কৃতিত্ব দেবে না। যদিও তোমার জ্যাকেটে আমায় দারুণ লাগছিল’।

আরো পড়ুন : ‘বলিউডে কারোর যোগ্যতাই নেই’, রামের চরিত্রে রণবীরকে নিয়ে আপত্তি! রামায়ণ মুক্তির আগেই বিষ্ফোরক অরুণ

প্রিয় জুটিকে আগের মতোই খুনসুটিতে মাততে দেখে হাঁফ ছেড়ে বেঁচেছেন অনুরাগীরা। তাঁদের মধ্যে সবটা যে আবার ঠিক হয়ে গিয়েছে তেমনটাই ইঙ্গিত পেয়েছেন নেট নাগরিকরা। অনেকে শুভেচ্ছাও জানিয়েছেন যশ নুসরতকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।