বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার পর প্রথম বার জনসমক্ষে আসছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। এ খবর শোনা ইস্তক উত্তেজনা ছড়িয়েছিল নেটমহলে। মাত্র তেরো দিন আগে মা হয়েছেন তিনি। সদ্যোজাতকে বাড়িতে রেখেই কাজে ফিরলেন। মা হওয়ার কতটা পরিবর্তন হয়েছে অভিনেত্রী নুসরতের? ঈশানকে কবে দেখতে পাওয়া যাবে? তাঁর সন্তানের বাবাই বা কে? এমনি সব প্রশ্ন ঘোরাফেরা করছিল সবার মনে।
কথা মতো বুধবার ৮ সেপ্টেম্বর বিকেল পাঁচটা নাগাদ ভবানীপুরে একটি সালোঁর উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত হলেন নুসরত। পরনে রূপোলি স্লিভলেস গাউন। সামান্যই বেবি ফ্যাট জমেছে শরীরে। ব্যক্তিত্বে আগের মতোই বোল্ড নুসরত। প্রত্যাশা মতোই সযত্নে ঈশানের বাবার প্রশ্ন এড়িয়ে গেলেন সাংসদ অভিনেত্রী
তবে হাসিমুখে যে উত্তর দিলেন তাও নেহাত ফেলনা নয়।

নুসরতকে প্রশ্ন করা হয়েছিল, কবে দেখা যাবে ঈশানকে? উত্তরে অভিনেত্রী বললেন, “সেটা ঈশানের বাবা বলতে পারবে। আপাতত বাবাই ছেলেকে সবথেকে ভাল সামলাচ্ছে। করোনার কারণে কাউকেই ছেলের কাছে ঘেঁসতে দিচ্ছেন না তিনি। শুধু পরিবারের লোকেরা। ঈশানের বাবা চাইলেই দেখতে পাবেন ঈশানকে।”
নুসরত আরো বলেন, “কোনো মহিলাকে তাঁর সন্তানের পিতৃত্ব সম্পর্কে প্রশ্ন করা মানে তাঁর দিকে কাদা ছেটানো। সবকিছুর উত্তর রয়েছে আমার কাছে। আপাতত আমি আর যশ খুব সুন্দর সময় কাটাচ্ছি। মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছি।”
গত ২৬ অগাস্ট মা হয়েছেন তিনি। ছেলে ঈশানের বয়স মোটে ১২ দিন। এত ছোট ছেলেকে রেখে কাজের জন্য বাইরে বেরোতে সাহস লাগে বইকি! মা হওয়ার পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন নুসরত। লুক চেঞ্জ করে নতুন ‘মম্মি’ রূপে নেটনাগরিকদের সামনে এসেছিলেন তিনি।
নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘যাদের থেকে উপদেশ নাও না তাদের থেকে সমালোচনাও গ্রহণ কোরো না।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘নিউ রোল’, ‘নিউ মম্মি লাইফ’, ‘নিউ লুক’। ফটোগ্রাফার হিসেবে ‘ড্যাডি’কে কৃতিত্ব দিয়েছিলেন নুসরত।





Made in India