বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহান (Nusrat Jahan) এমন একজন অভিনেত্রী, যিনি নিজের অভিনয়ের থেকে বেশি বিতর্কের জন্য পরিচিত। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। কিন্তু আগের থেকে সিনেমার সংখ্যা লক্ষণীয় ভাবে কমিয়ে দিয়েছেন তিনি। হিট ছবি তো দূরঅস্ত। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাঁর সক্রিয়তা চোখে পড়ার মতো।
নুসরতের পায়ের তলায় সর্ষে। বেশিরভাগ সময়টাই শহরের বাইরে বাইরেই কাটান। সঙ্গীও পেয়েছেন নিজের মতোই। সময় পেলেই টুক করে বেরিয়ে পড়েন যশ নুসরত। এছাড়া ফটোশুটের ছবি, ভিডিও তো রয়েছেই। কিন্তু নুসরতের সাম্প্রতিক একটি ছবি দেখে অবাকই হলেন নেটিজেনরা। গুরু গৌর গোপাল দাসের (Gaur Gopal Das) সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সাংসদ।

নুসরতের পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ। সাদামাটা লুকেই দেখা মিলল অভিনেত্রীর। গৌর গোপাল দাসের পাশে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। ছবিটি শেয়ার করে ক্যাপশনে গৌর গোপাল দাসেরই একটি উক্তি উল্লেখ করেছেন নুসরত। সঙ্গে ছবি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন স্বামী যশ দাশগুপ্তকে।

কিন্তু নেটিজেনরা মোটেই ভালোভাবে নেননি নুসরতের এই পোস্ট। কেউ অবধারিত ভাবে টেনে এনেছেন ধর্মের প্রসঙ্গ, কেউ আবার কটাক্ষ করেছেন নুসরতের ফিগার, মুখ, ঠোঁটের আকার নিয়ে। একজন পরামর্শ দিয়েছেন, নিজের ধর্মের প্রতি মনোযোগ দিতে। আবার আরেকজন নুসরতের সঙ্গে গৌর গোপাল দাসকেও কটাক্ষ শানাতে ছাড়েননি।

তিনি লিখেছেন, ‘দুজন মানুষ এক ফ্রেমে যারা হিন্দু ধর্মের শত্রু। একজন সিঁদুর পরে লিভ ইন বলে, আরেকজন ইস্কনের হয়ে সনাতন ধর্মের পিণ্ডি দেয়’। কেউ আবার কটাক্ষ করেছেন, মনে তো পাপ ভর্তি। এই ছবি দিয়ে এখন কী প্রমাণ করতে চাইছেন নুসরত?

হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ায় আগেও অভিযোগের আঙুল উঠেছে নুসরতের দিকে। নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’র পর সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে দূর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দিয়েছেন তিনি। যদিও পরে সে বিয়েই তিনি অস্বীকার করেছিলেন তিনি। কিন্তু এখনো যশের সঙ্গে রথযাত্রা, দূর্গাপুজো, সরস্বতী পুজোয় অংশ নিতে দেখা যায় নুসরতকে।





Made in India