বাংলাহান্ট ডেস্ক: টলিউডের ‘পাওয়ার কাপল’ যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহান (Nusrat Jahan)। লুকিয়ে চুরিয়ে সম্পর্ক শুরু করার পর এখন বুক ফুলিয়ে ঘুরছেন যুগলে। প্রথম স্বামী নিখিল জৈনের ঘর ভেঙে যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। ছোট্ট ছেলে ঈশানকে নিয়ে এখন বেশ সুখেই রয়েছেন দুজনে। যদিও সোশ্যাল মিডিয়ায় ঈশানের দেখা পাওয়াই যায় না। নেট মাধ্যমে ছেলের মুখ দেখানো পছন্দ নয় যশের। তাই নুসরতও মেনে চলেন সেকথা।
নিজেরা অবশ্য বেশ সক্রিয় থাকেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়। প্রায়ই ‘ট্রাভেল গোলস’ দেন অনুরাগীদের। দেশের বিভিন্ন জায়গায়, বিদেশের নানান ‘এক্সোটিক লোকেশনে’ ঘুরে বেড়ান দুজনে। কিন্তু ঈশানকে কখনোই দেখা যায় না তাঁদের সঙ্গে। একে অপরের সান্নিধ্যই উপভোগ করেন তাঁরা।

সম্প্রতি রাজস্থানের উদয়পুরে এক ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন ‘যশরত’। সেখান থেকে মাঝেমধ্যেই অনুরাগীদের জন্য যুগল ছবি শেয়ার করছেন তাঁরা। সঙ্গে চলছে দুজনের খুনসুটিও। কিছুদিন আগেই সঙ্গিনীর সঙ্গে ‘প্র্যাঙ্ক’ করেছিলেন যশ। নুসরত তাঁকে ছবি তুলতে দিয়ে নিজে পোজ দিচ্ছিলেন। কিন্তু তাঁর পোজ দেওয়াই সার হয়। যশ নুসরতের ছবি তোলার বদলে নিজের সেলফি তুলে নেন।
হাস্যকর ভিডিওটি শেয়ার করে যশ লিখেছিলেন, ‘বয়েজ উইল বি বয়েজ। নুসরত ছবিটা কেমন ছিল?’ কমেন্ট বক্সেই উত্তর দেন অভিনেত্রী, ‘আমার প্রতিশোধের জন্য অপেক্ষা করো’। কথা মতোই কাজ। বদলা নিয়েই ফেললেন নুসরত। আর তাঁর প্রতিশোধে বিরক্ত যশ।
ভিডিওতে দেখা যায়, ফটোশুট করছেন যশ। কিন্তু নুসরত তো ঠিক করেই নিয়েছেন প্রতিশোধ নেবেন। তাই যশ শুট শুরু করতেই তিনি লাফিয়ে লাফিয়ে হাজির অভিনেতার সামনে। দাঁড়িয়ে পড়ে নিজেই ছবি তুলতে শুরু করেন। এমন ভাবে হাত পা নাড়িয়ে তিনি ছবি তোলেন যাতে যশের মুখটাই ঢাকা পড়ে যায়। ব্যস, প্রতিশোধ সম্পূর্ণ।

কিন্তু বদলা নিতে গিয়ে নিজেই ট্রোলড হয়ে গেলেন নুসরত। ফের তাঁর ফিগার নিয়ে শুরু হল কটাক্ষ। একজন লিখেছেন, ‘নুসরত একটু ভাল করে খাও। খুব রোগা হয়ে গিয়েছো। এবার হাসপাতালে অ্যাডমিট করতে হবে’। আবার আরেকজন লিখেছেন, ‘শুঁটকি মাছ আলট্রা প্রো ম্যাক্স আমাদের সাংসদ’। কারোর আবার বক্তব্য, একটা কঙ্কাল নাচানাচি করছে! কার্যত যশকে ট্রোল করতে গিয়েই নিজেই অপমানিত হলেন নুসরত।





Made in India