বাংলা হান্ট ডেস্ক : বসিরহাটের নতুন সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে আসতে চলেছে নতুন অধ্যায়। বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।
পাত্র নিখিল জৈন হলেন নামী কাপড়ের ব্যবসায়ী। তিনি কলকাতার ছেলে এবং শুরুর দিকের পড়াশোনা কলকাতাতেই। পরে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার জন্য লন্ডন পাড়ি দেন। সেখানে বিজনেস ম্যানেজমেন্ট শেষ করেন।

বর্তমানে নিখিল একটি কাপড়ের সংস্থার ডিরেক্টর, কলকাতাতেও সংস্থার একটি অংশ আছে তাদের।সেই সংস্থার বিজ্ঞাপনের মডেল হবার সুবাদেই তাদের পরিচয়।এই চলতি মাসেই ইস্তানবুলে তিনি বিয়ে করবেন বলে খবর।তার আগামী জীবনের জন্য রইল শুভকামনা।





Made in India