বাংলাহান্ট ডেস্ক : ভারতে ইলেকট্রিক গাড়ির (Electric vehicle) প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ছে। অনেক কোম্পানি ভারতের বাজারে একের পর এক তাদের ইভি লঞ্চ করছে। এর পরিপ্রেক্ষিতে, ভারতীয় গাড়ি নির্মাতাদের মধ্যেও ব্যাপক উৎসাহ রয়েছে। দেশের সবচেয়ে বড় রাইড শেয়ার কোম্পানি ওলার প্রতিষ্ঠাতা ভবিশ আগরওয়ালের বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি কোম্পানি টেসলাকে রীতিমত চ্যালেঞ্জ করলেন।
ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, ওলার প্রতিষ্ঠাতা ভবিশ আগরওয়াল সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি তৈরির বিষয়ে ইলন মাস্ককে চ্যালেঞ্জ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিশ তার ওলা ইলেকট্রিক মোবিলিটি প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এলন মাস্কের কোম্পানি টেসলাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিতে চাইছেন। শুধু তাই নয়, বরং চীনা কোম্পানি BYD, যেটি অতীতে ভারতীয় গাড়ির বাজারে তাদের ইলেকট্রিক SUV Atto 3 লঞ্চ করেছিল তারাও এই তালিকায় রয়েছে।
37 বছর বয়সী ব্যবসায়ী ভাবীশ আগরওয়াল বলেছেন যে বর্তমানে, সবচেয়ে সস্তা টেসলা গাড়িটির দাম $50,000, যা বিশ্বের বেশিরভাগ মানুষের কেনার সামর্থ্য নেই। সুতরাং, আমাদের কাছে $1,000 থেকে $50,000 মূল্যের বিভিন্ন বিকল্প গ্রহণ করার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।

রিসার্চ অ্যান্ড মার্কেটস অনুসারে, এই দশকের শেষ নাগাদ ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার $150 বিলিয়নের বেশি হবে। ওলা প্রতিষ্ঠাতা ভারতের অটোমোবাইল ব্যবসাকে দ্রুত একটি নতুন দিকে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন ,বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে।





Made in India