বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকমাস বাকি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তাঁর আগে রাজ্যে চলছে দলবদলের পালা। এই দলবদলের পালাতে সবথেকে বেশি প্রভাবিত শাসক দল তৃণমূল। একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কর্মী আর সমর্থকরা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। আর সেই ক্রমেই আরেকটি নাম যুক্ত হল এই দলবদলের পালায়।
এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। আজই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। বিধায়কের এহেন সিদ্ধান্তে বেজায় চাপে শাসক দল। নির্বাচনের আগে এটি একটি বড় ধাক্কা হিসেবে ধরে নেওয়া হচ্ছে শাসক দলের জন্য।
কিছুদিন আগেই নদিয়ার রানাঘাটে একটি সভা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেও কি করে দলীয় বিধায়ক বিজেপিতে নাম লেখাচ্ছেন সেটা নিয়ে উঠছে প্রশ্ন।





Made in India