বাংলা হান্ট ডেস্কঃ জঙ্গিদের জাহান্নামে পাঠানো ভারতীয় সেনা তাঁদের আত্মসমর্পণ করাতেও মহারথ হাসিল করেছে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার হাজিপোরা এলাকা থেকে এরকমই একটি মামলা সামনে এসেছে। সেখানে সেনা জওয়ানরা বুদ্ধিমতার পরিচয় দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বাধ্য করায়। চিনার কোর্পস নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সেই ঘটনার একটি ভিডিও (Video) শেয়ার করেছে।
হাজিপোরায় সেনার এনকাউন্টারে এক জঙ্গি নিকেশ হয়েছিল। আর তাঁর সঙ্গী লুকিয়ে ছিল। সেনা জওয়ানরা তাঁকে বুঝিয়ে সুঝিয়ে আত্মসমর্পণ করায়।
এনকাউন্টার স্থলে উপস্থিত জওয়ানরা লুকিয়ে থাকা জঙ্গিকে তাঁর পরিবার এবং বন্ধুদের কথা স্মরণ করিয়ে দেয়। এরপর ওই জঙ্গি একে-৫৬ রাইফেলের সঙ্গে আত্মসমর্পণ করে। পুলিশ অনুযায়ী, জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবা জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে। সেনা ঘটনাস্থলে পৌঁছলে জঙ্গিরা ফায়ারিং শুরু করে দেয়। এরপর সেনা পাল্টা জবাব দিয়ে এক জঙ্গিকে নিকেশ করে।
এলাকার ঘেরাবন্দি করার পর জওয়ানরা দ্বিতীয় জঙ্গিকে আত্মসমর্পণের জন্য আবেদন করে। এক জওয়ান ওই জঙ্গিকে এও বলেন যে, ‘তোমার কিছু হবে না।” সেনা ওই জঙ্গি আর তাঁর বন্ধুদের কথা স্মরণ করায়। জওয়ান মাইকে অ্যানাউন্স করে বলেন, ‘নিজের বাড়ির লোককে নিয়ে ভাব। তোমার সঙ্গীর সঙ্গে কি হয়েছে সেটা ভাব। তুমি চলে গেলে তোমার পরিবারের সঙ্গে কী হবে সেটা ভাব।” সেনার এই আবেদনের পর ওই জঙ্গি আত্মসমর্পণ করে।
https://twitter.com/ChinarcorpsIA/status/1408461781580673027





Made in India