বাংলা হান্ট ডেস্কঃ মৃত্যু হলো পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফের। এইমাত্র খবরটি এসে পৌঁছেছে। 78 বছর বয়সে এদিন দুবাইয়ের এক হাসপাতালে প্রয়াত হলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন তিনি। এদিন আচমকাই অসুস্থতা অনুভব করার পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোশারফ।
সূত্রের খবর, ইতিমধ্যে পরিবারসহ সকল আত্মীয় দুবাই পৌঁছে গিয়েছেন। সম্ভবত তাঁর দেহ পাকিস্তানে নিয়ে আসা হতে চলেছে। উল্লেখ্য, 1999 সালে পাকিস্তানে ক্ষমতায় বসেন পারভেজ মোশারফ। দীর্ঘ 9 বছর শাসন করার পর 2008 সালে পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। সেনাবাহিনীতে থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে পদত্যাগ করতেও বাধ্য করেন মোশারফ।

যদিও শাসনকালে কার্গিল যুদ্ধ মোশারফের জীবনে এক কালো অধ্যায় হিসেবে পরিচিত থাকে। এরপর 2008 সালে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর আদালতের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত করা হলে সেই সময় থেকে এক প্রকার বিদেশেই জীবন কাটে তাঁর। এদিনও সেই বিদেশের এক হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোশারফ।





Made in India