বাংলাহান্ট ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী চীন যাবেন। সেখানে গিয়ে মূলত কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করবেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান পার্লামেন্টের যৌথ অধিবেশনে ঘোষণা করেন। ভারত সরকার আগেই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে বিতর্কে জড়িয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেন, ভারত সরকারের একতরফা সিদ্ধান্তের কথা জাতিসংঘের মহাসচিবকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি আরো বলেন নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য চীনের সাথে এ বিষয়ে আলোচনা হবে।
চীন আগে দাবি জানিয়েছিলেন যে ভারতের একতরফা সিদ্ধান্ত সর্বসম্মত ক্ষুন্ন হচ্ছে। এর পাল্টা জবাব দিয়েছিল দিল্লী। ভারতের পররাষ্ট্র মুখপাত্র সাফ জানান,ভারত কোন দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে না। অন্য দেশগুলো একই পথ অনুসরণ করবে বলে তারা মনে করেন।
 
			 





 Made in India
 Made in India