বাংলাহান্ট ডেস্ক: আজ আপনাকে নামকরণের এক আজব কাহিনী শোনাব। কিন্তু এর জন্য প্রথমেই আপনাকে জানতে হবে এই গল্পের চরিত্র কারা। এই কাহিনীতে রয়েছেন একজন পাকিস্তানি বাবা ও একজন বাংলাদেশি মা। কিন্তু এখানেই রয়েছে চমক। নিজেদের ছেলের নাম ‘ইন্ডিয়া’ (India) রাখলেন এই দম্পতি। কিন্তু হঠাৎ এমন নাম রাখার কারণ কী? কারণটা জানলে আপনিও হেসে ফেলবেন।
ছেলের এমন নামকরণের কাহিনী তাঁরা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ফেসবুকে নিজের স্ত্রী ও সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন জনপ্রিয় নাশীদ গায়ক উমর ইশা (Omar Esa)। ছবিতে দেখা যাচ্ছে, দু’জনের মাঝে ঘুমিয়ে রয়েছে ‘ইন্ডিয়া’। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন বাবা-মায়েদের সতর্কতা এবং আমাদের মতো কাজ যাঁরা করেছেন তাঁদের জন্য সমবেদনা রইল।’

তিনি আরও লিখেছেন, ‘আমার স্ত্রী ও আমি আমাদের প্রথম সন্তান ইব্রাহিমকে আমাদের বিছানায় ঘুমোতে দিয়েছি। নতুন বাবা-মা হিসেবে এটাই সঠিক মনে হয়েছিল। কিন্তু এটাই আমাদের ভুল ছিল। এখন এই ব্যবস্থাপনাতেই সে অভ্যস্ত হয়ে গিয়েছে। নিজের ঘর থাকা সত্ত্বেও সে আমাদের মাঝে এসেই ঘুমোয়। আমি পাকিস্তানি ও আমার স্ত্রী একজন বাংলাদেশি। তাই আমরা ইব্রাহিমের জন্য একটি নতুন নাম ঠিক করেছি। পাকিস্তানি ও বাংলাদেশি বাবা মায়ের মাঝে এসে পড়ায় সে হল ইন্ডিয়া।’

উমরের পোস্টটিতে ইতিমধ্যেই ২৪ হাজার মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্ট করেছেন প্রায় ১৬০০ মানুষ। সন্তান বাবা মায়ের মাঝে ঘুমোনো একটি সাধারণ বিষয়। কিন্তু সেটি নিয়ে এমন মজার কাহিনী দেওয়াতে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। একজন কমেন্ট করেছেন, ‘আমার ২২ বছর বয়স এবং আমিও এখনও বাবা মায়ের মাঝে ঘুমোই।’ কেউ আবার নিজের সন্তানের কথা শেয়ার করেছেন। কী ভাবে তাঁদের সন্তানও তাঁদের মাঝে ঘুমোয়।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের মেয়ের নামও ‘ইন্ডিয়া’ রেখেছিলেন তিনি। তবে তার পেছনে ছিল অন্য কারণ। ২০১৫ সালে জন্টির স্ত্রী মেলানি মুম্বইয়ের সান্তা ক্রুজের একটি হাসপাতালে তাঁদের মেয়ের জন্ম দেন। সংবাদমাধ্যমকে জন্টি জানিয়েছিলেন, ভারতে প্রচুর সময় কাটিয়েছেন তিনি। ভারতীয় সংস্কৃতি তাঁর খুব পছন্দের। এছাড়াও ভারতের আধ্যাত্মিক দিক পছন্দ করেন তিনি। সেই কারণেই মেয়ের নাম এই দেশের নামে রেখেছেন তিনি।





Made in India