বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীর নিয়ে ফের আক্রমণাত্বক সুর পাকিস্তানের। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্র করে ভারতকে আক্রমণ শুরু করলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি। শুধু তাই নয় রবিবার ১৩১ পৃষ্ঠার একটি জাল ডোজিয়ারও প্রকাশ করেছেন তারা। প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি, মানবাধিকার মন্ত্রী শিরীন মাজারী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ।
সংবাদমাধ্যম সূত্রের খবর এই সম্মেলনে একাধিক প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানান কুরেশি। তার দাবি, কাশ্মীর একটি উন্মুক্ত কারাগার। কারণ ভারত সেখানে ৯০ লাখ সৈন্য মোতায়েন করেছে৷ বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী গিলানীর শেষকৃত্য সম্পর্কেও মিথ্যাচার করতে দেখা যায় পাক পররাষ্ট্রমন্ত্রীকে। তার দাবি পরিবারের আত্মীয়দের শেষকৃত্যে অংশ নিতে দেওয়া হয়নি।
শুধু তাই নয় কুরেশি আরও দাবি করেছেন, কাশ্মীরের ভেতরে স্বাধীন পর্যবেক্ষকদের কোন অনুমতি নেই কার্যত কাশ্মীরের বাস্তবতা বিকৃত করে বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে। তাদের মতে এনকাউন্টারের মাধ্যমে বহু মুক্তিযোদ্ধাদের শেষ করছে ভারত। এমনকি কাশ্মীরী সন্ত্রাসবাদীদেরও মুক্তিযোদ্ধা বলে আখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি। তার মতে ভারতই নাকি কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করছে। এ সম্পর্কে কোনও প্রমাণ দিতে না পারলেও তিনি দাবি করেছেন পাঁচটি ক্যাম্পে ভারত সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে।

সাথে সাথে কুরেশিকে এদিন ভারতের আইন সম্পর্কে জ্ঞান দিতেও দেখা যায়। তার দাবি, ভারতে এমন ছটি আইন রয়েছে যা যে কোন কাশ্মীরিকে সন্ত্রাসী বলে ঘোষণা করতে পারে। তারা দাবি করেছে ভারত ২০১৪ সাল থেকে ১৫,৪৯৫ জন কাশ্মীরিকে গৃহবন্দী করে রেখেছে। পররাষ্ট্রমন্ত্রী কুরেশি দাবি তাদের ডোজিয়ারটিতে রয়েছে, ২৬ টি আন্তর্জাতিক মিডিয়া, বেশকিছু ভারতীয় মিডিয়ার প্রতিবেদন, ৩২ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রেফারেন্স, এবং পাকিস্তানের ১৪ টি রেফারেন্স কাশ্মীরের বর্তমান চিত্র তুলে ধরবে।





Made in India