বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। হাতে মাত্র চারদিন। ২০২৩ গ্রাম বাংলার নির্বাচনের (Panchayat Election 2023) নির্ঘণ্ট ঘোষণা হয় গত ৮ জুন। আর তারপর থেকেই রাজ্যজুড়ে দামামা। কোথাও হল গোলাগুলি, তো কোথাও সংঘর্ষ, কোথাও ফাটল মাথা, তো কোথাও গেল প্রাণ! সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় অশান্তি ও হিংসার বলি ১৩। এককথায় ভোটের দিনেক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্যের একাধিক জায়গা।
ভোট শুরু হওয়ার আগেই এত হিংসা! এই নিয়ে প্রতিবাদে নেমেছে বিরোধীরা। আদালতে দায়ের হয়েছে একাধিক মামলা। রাজ্যের চেহারা দেখে ভোট পর্বের কথা ভেবেই শিউরে উঠছে সাধারণ মানুষ। তবে এই পরিস্থিতিতেই রাজ্যের ডিজি (WB DG) মনোজ মালব্যর সাফ কথা, হিংসার ঘটনা একেবারই নিয়ন্ত্রণে রয়েছে।
এদিন বিহার ও ঝাড়খণ্ডের ডিজির সঙ্গে বৈঠক করেন রাজ্যের ডিজি মনোজ মালব্য। আর এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সোজা মন্তব্য, “রাজ্যে হিংসার ঘটনা সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা খুব ভালই জানেন যে রাজনৈতিক হিংসার চেহারা অনেকক্ষেত্রে আরও ভয়ংকর হয়ে থাকে। এখানে তো ছোটখাটো ঘটনা ঘটেছে, এসব ভোট না থাকলেও ঘটে থাকে।”
ডিজি আরও বলেন, পঞ্চায়েতের জন্যই যে এইসব হিংসার ঘটনা সামনে আসছে তেমনটা কিন্তু নয়। আসলে ছোট ঘটনাকে মিডিয়া গুলো বড় করে দেখাচ্ছে। মালব্যর কথায়, “দু-তিনটি ছোট ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশ ভাল কাজ করছে। উপরতলার নির্দেশ কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তাই করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন ভালভাবেই হবে।”

একদিকে যখন মনোনয়ন পর্ব ঘিরে এক বা দুই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে লাগামহীন হিংসা, অত্যাচার, সংঘর্ষের ঘটনা, যেখানে রাজ্যের পরিস্থিতি নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন সেখানে খোদ ডিজির করা এই মন্তব্যে হতবাক অনেকেই।
 
			 
 
    




 Made in India
 Made in India