বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ্য যা প্রকাশ করছেন অভিনেতার প্রিয়জনেরা বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও। আর তার ভিত্তিতেই বারে বারে পালটাচ্ছে তদন্তের অভিমুখ।
অপরদিকে সোশ্যাল মিডিয়ায় সুশান্ত অনুরাগীরা অভিনেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। কয়েকজন তারকা এবং রাজনৈতিক ব্যক্তিত্বও তাদের এই দাবিতে সুর মিলিয়েছেন। তদন্ত এখনও চালু থাকলেও এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যাতে অভিযুক্তের হদিশ পাওয়া যায়।
অপরদিকে সুশান্তের কয়েকজন ভক্ত জনপ্রিয় ব্রিটিশ প্যারানর্মাল এক্সপার্ট স্টিভ হাফকে অনুরোধ করেন অভিনেতার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ও আসলে কি ঘটেছিল তাঁর সঙ্গে তা জানার চেষ্টা করতে। স্টিভ এবার একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন যেখানে তিনি দাবি করছেন সূশান্তের আত্মার সঙ্গে তাঁর সরাসরি কথা হয়েছে।

নিজের বানানো একটি যন্ত্রের মাধ্যমে সুশান্তের আত্মার সঙ্গে তিনি কথা বলেন বলে দাবি করেন স্টিভ। তাঁর মুখে বলা প্রশ্নের উত্তর আসে ওই যন্ত্রের মধ্য থেকে। ভিডিওতে স্টিভকে জিজ্ঞাসা করতে শোনা যায়, মৃত্যুর আগে কি হয়েছিল তা সুশান্ত মনে করতে পারেন নাকি? উত্তরে যন্ত্রের মধ্য থেকে আওয়াজ আসে, কয়েকজনের সঙ্গে বাদানুবাদ।
স্টিভ ফের জিজ্ঞাসা করেন, কিভাবে খুন হন সুশান্ত? উত্তর আসে, ওরা পেরেক নিয়ে এসেছিল। স্টিভ আরও দাবি করেন তিনি সুশান্তকে নিজের পাশে দেখতে পেয়েছেন। তবে তিনি একা ছিলেন না। তাঁর সঙ্গে আরও দুজনের আত্মা ছিল।
স্টিভের দাবি, সুশান্ত বলেছেন তিনি এখন যেখানে আছেন ভাল আছেন। তিনি আলোর মধ্যে রয়েছেন, ঈশ্বরের সঙ্গে আছেন। উল্লেখ্য, গত ১০ বছর ধরে আত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের দাবি করেন স্টিভ হাফ। তাঁর নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, হাফ প্যারানর্মাল। সেখানেই এই ভিডিও শেয়ার করেছেন তিনি।





Made in India