বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ আড়াই বছর। ২০২২ সালের জুলাই থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২৪ সালের শেষে এসে অবশেষে জামিনের মুখ দেখেছেন তিনি। শুক্রবার শিক্ষা কেলেঙ্কারিতে ইডি মামলায় জামিন পেয়েছেন পার্থ (Partha Chatterjee), তৃণমূলের প্রাক্তন মহাসচিব।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ ইডি মামলা থেকে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। তবে ইডির মামলায় জামিন পেলেও কি জেলমুক্তি হবে? একেবারেই না। সিবিআই এর মামলা নিম্ন আদালতে বিচারাধীন। তাতে এখনও জামিন অধরা পার্থর। তাই এখনই জেলমুক্তি নয়।
নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই পার্থর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থর বিরুদ্ধে সিবিআই-এর করা মামলাগুলির মধ্যে রয়েছে, প্রাথমিক নিয়োগ, গ্রুপ সি নিয়োগ, গ্রুপ ডি নিয়োগ, নবম-দশম নিয়োগ, একাদশ-দ্বাদশ নিয়োগ মামলা। এছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরিতে বেনিয়মের মামলার ক্ষেত্রেও জ্বলজ্বল করছে পার্থর নাম।
পার্থর বিরুদ্ধে ইডি-র করা মামলাগুলির মধ্যে রয়েছে, গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগ, নবম-দশম নিয়োগ, একাদশ-দ্বাদশ নিয়োগ। শুক্রবার ইডির করা প্রাথমিক নিয়োগ মামলায় জামিন পেয়েছেন পার্থ। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

আরও পড়ুন: পার্থ জামিন পাওয়ায় কষ্টে ফিরহাদ! মুখ ফসকে বলেই ফেললেন, আমি…
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে দুজনকেই। এদিকে সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ২৮ মাস জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।





Made in India